Honor Power 2 বিশ্বের প্রথম ফোন যেখানে Dimensity 8500 Elite চিপসেট আছে।
Photo Credit: Honor
Honor Power 2 packs a large 10,080mAh battery
Honor Power 2 অবিশ্বাস্য 10,080mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল৷ নতুন বছরের শুরুতেই নিজেদের তৈরি করা রেকর্ড নিজেরাই ভাঙল এই সংস্থা। কারণ ডিসেম্বরের শেষে 10,000mAh ব্যাটারি নিয়ে Honor Win সিরিজ আত্মপ্রকাশ করেছিল। আজকের নতুন স্মার্টফোনটি 80 মিলি-অ্যাম্পিয়ার আওয়ারের ব্যবধানে ব্যাটারি চাম্পিয়ন হয়েছে। iPhone 17 Pro সিরিজের অনুকরণে Honor Power 2 মডেলের ডিজাইন করা হয়েছে। এটি বিশ্বের প্রথম ফোন যেখানে Dimensity 8500 Elite চিপসেট আছে। এই হ্যান্ডসেটের বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে IP69K জল এবং ধুলো প্রতিরোধী রেটিং, ডুয়াল স্পিকার, ইন-স্ক্রিন আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইনফ্রারেড ব্লাস্টার ডুয়াল-ফ্রিকোয়েন্সি GPS, ডুয়াল ভেপার চেম্বার কুলিং সিস্টেম, মেটাল ফ্রেম, ইত্যাদি।
অনার পাওয়ার 2-এর সামনে 6.79 ইঞ্চি OLED ডিসপ্লে রয়েছে। এটি 1.5K রেজোলিউশন (1,200 x 2,600 পিক্সেল), 3,840 হার্টজ PWM ডিমিং, 8,000 নিট HDR পিক ব্রাইটনেস, এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। ফোনে Android 16 নির্ভর MagicOS 10 কাস্টম স্কিন প্রি-ইনস্টল আছে। ফোনটির হাইলাইট অবশ্যই 10,080mAh ব্যাটারি, যা 80W ফাস্ট চার্জিং, বাইপাস চার্জিং, ও 27W রিভার্স চার্জিং অফার করে।
Honor Power 2 ডুয়াল ব্যাক ক্যামেরা পেয়েছে৷ এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে একটি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ফ্রন্ট ক্যামেরায় পোট্রেট মোড, জেসচার ক্যাপচার, ভয়েস শাটার, ও 2D ফেসিয়াল রিকগনিশন ফিচার্স রয়েছে।
Honor-এর নতুন ফোনে ডাইমেনসিটি 8500 এলিট প্রসেসর দেওয়া হয়েছে। অক্টা-কোর চিপটি Mali-G720 MC8 GPU এর সাথে যুক্ত। এটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 2.4 মিলিয়নের বেশি স্কোর করেছে। এই চিপসেটের সঙ্গে 12 জিবি LPDDR4x র্যাম ও 512 জিবি পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ ইন্টিগ্রেট করা আছে। ফোনটিতে চারটি IP রেটিং আছে — IP66 + IP68 + IP69 + IP69K৷ কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে Wi-Fi 6, ব্লুটুথ 6.0, NFC, ইউএসবি-সি, ইত্যাদি।
Honor Power 2-এর 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম চীনে 2,699 ইউয়ান (প্রায় 34,850 টাকা)। অন্য দিকে, 512 জিবি স্টোরেজ অপশনের দাম 2,999 ইউয়ান (প্রায় 38,270 টাকা) রাখা হয়েছে। ফোনটি ফ্যান্টম ব্ল্যাক, স্নোফিল্ড হোয়াইট, ও রাইসিং সান অরেঞ্জ কালার অপশনে এসেছে। ডিভাইসটি ভারত বা গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে কিনা, তা এখনও জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
iQOO Z11 Turbo Battery, Charging Details Confirmed; Tipster Leaks Camera Specifications
CES 2026: Eureka Z50, E10 Evo Plus Robot Vacuum Cleaners Launched, FloorShine 890 Tags Along