iPhone 17 Pro ও iPhone 17 Pro Max স্ট্যান্ডার্ড iPhone 17-এর থেকে প্রযুক্তি ও ফিচার্সে অনেক এগিয়ে।
iPhone 17 Pro ও iPhone 17 Pro Max ভেপার চেম্বার কুলিং সিস্টেম সহ এসেছে
আজ, মঙ্গলবার Apple-এর 'Awe Dropping' ইভেন্টে টেকপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আত্মপ্রকাশ করল iPhone 17 লাইনআপ। নিঃসন্দেহে iPhone 17 Pro ও iPhone 17 Pro Max আজকের অনুষ্ঠানের শো স্টপার ছিল। এই মডেল দু'টি স্ট্যান্ডার্ড iPhone 17 ও আলট্রা স্লিম iPhone Air-এর থেকে প্রযুক্তি ও ফিচার্সে অনেক এগিয়ে। অনেক বছর পর অ্যাপল তাদের প্রো মডেলের ডিজাইনে বদল এনেছে। এগুলিই প্রথম আইফোন যা 48+48+48 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা এবং 24 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে এসেছে। তাছাড়া, iPhone 17 Pro Max প্রথম আইফোন যা 5,000mAh-এর বেশি ক্ষমতার ব্যাটারিতে চলে। দু'টি ফোনেই নতুন ভেপার চেম্বার কুলিং সিস্টেম দেওয়া হয়েছে।
iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max যথাক্রমে 6.3 ইঞ্চি ও 6.9 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে এসেছে। উভয় মডেলেই 120 হার্টজ রিফ্রেশ রেট এবং ডলবি ভিশন সাপোর্ট সহ LTPO সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। দু'টি ফোনই A19 Pro হেক্সা-কোর প্রসেসরে চলে যা একটি 3 ন্যানোমিটারের চিপ। ছবি ও ভিডিও তোলার জন্য, ফোনগুলি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে এসেছে — 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 48 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো, ও 48 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা।
এই খবরের বাকি অংশ শীঘ্রই আপডেট করা হবে
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন