শুক্রবার কোম্পানি জানিয়েছিল আমদানি শুল্ক বৃদ্ধির ফলেই কোম্পানির একাধিক জিনিসের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই তালিকায় Apple Watch এর নাম থাকলেও iPhone এর কথা উল্লেখ করেনি কোম্পানি।
চিন থেকে আমদানি শুল্ক থেকে মুক্তি পেতে Apple কে মার্কিন যুক্তরাষ্ট্রে নিজেদের প্রোডাক্ট বানানোর পরামর্শ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এই টুইটে এই কথা জানিয়েছেন তিনি।
শুক্রবার কোম্পানি জানিয়েছিল আমদানি শুল্ক বৃদ্ধির ফলেই কোম্পানির একাধিক জিনিসের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই তালিকায় Apple Watch এর নাম থাকলেও iPhone এর কথা উল্লেখ করেনি কোম্পানি।
এক টুইটে ট্রাম্প বলেন, “চিন থেকে আমদানি শুল্ক অনেকটা বেড়ে যাওয়ার কারনে Apple এর প্রোডাক্টের দাম বাড়তে পারে। তবে এই ট্যাক্সের হাত থেকে বাঁচতে এক সহজ সমাধান রয়েছে। এই প্রোডাক্টগুলি চিনের পরিবর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরী করুন। এখনই নতুন পরিকল্পনা শুরু করুন।”
তবে এই বিষয়ে কোন মন্তব্য করেনি Apple।
মার্কিন দুনিয়ায় চিন থেকে আমদানি শুল্ক বিশাল পরিমানে বেড়ে যাওয়ায় সমথেকে বেশি ক্ষতিগ্রস্থ হমে টেকনোলজি সেক্টর। এর ফলেই মোবাইল কম্পিউটার ও তার যন্ত্রাংশের দাম বাড়বে সেই দেশে। Apple এর HomePod, AirPod ও Beats হেডফোনেও দাম বাড়বে অনেকটা।
“নতুন এই আইনের ফলে চিনের থেকে বেশি চাপ পড়বে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগতিকদের উপরে।” বলে এক চিঠিতে পানিয়েছে Apple।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন