শুরু হয়েছে ‘Asus OMG Days' সেল । 15 থেকে 18 এপ্রিল পর্যন্ত Flipkart -এ এই সেল চলবে। এই সেলে সস্তা হয়েছে কোম্পানির জনপ্রিয় Asus ZenFone Max Pro M1, ZenFone Max Pro M2, ZenFone Lite L1, ZenFone 5Z আর ZenFone Max M2 ফোনগুলি।
15 থেকে 18 এপ্রিলের সেলে সস্তা হয়েছে কোম্পানির ফ্ল্যাগশিপ Asus ZenFone 5Z। মাত্র 21,999 টাকায় এই ফোন পাওয়া যাচ্ছে। বেস ভেরিয়েন্ট ছাড়াও সস্তা হয়েছে Asus ZenFone 5Z ফোনের অন্য দুটি স্টোরেজ ভেরিয়েন্ট। সাথে থাকছে নো কস্ট ইএমআই এর সুবিধা।
Axis Bank Buzz ক্রেডিড কার্ড গ্রাহকরা পাবেন অতিরিক্ত 10 শতাংশ ছাড়। 'OMG Days' সেলে মাত্র 7,999 টাকায় পাওয়া যাবে Asus ZenFone Max Pro M1 ফোনের 3GB RAM ভেরিয়েন্ট। Asus ZenFone Max Pro M1 ফোনের প্রধান আকর্ষণ Snapdragon 636 চিপসেট আর বিশাল 5,000 mAh ব্যাটারি।
এই সেলে সস্তা হয়েছে সম্প্রতি লঞ্চ হওয়া Asus ZenFone Max M2 আর Asus ZenFone Max Pro M2। 7,999 টাকা থেকে পাওয়া যাবে Asus ZenFone Max M2 আর Asus ZenFone Max Pro M2 ফোনের দাম শুরু হচ্ছে 9,999 টাকা থেকে।
4,999 টাকার পরিবর্তে মাত্র 4,999 টাকায় পাওয়া যাবে Asus ZenFone Lite L1। এই ফোনের সাথেও নো-কস্ট ইএমআই এর সুবিধা দিচ্ছে Flipkart। Asus ZenFone Lite L1 ফোনে রয়েছে Qualcomm Snapdragon 430 চিপসেট আর 3,000mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন