দুটি আলাদা ভেরিয়েন্টে পাওয়া যাবে Asus ZenFone Max Pro M2। থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা, 13MP সেলফি ক্যামেরা, 4GB RAM, 32GB/64GB স্টোরেজ আর Snapdragon 660 চিপসেট।
Photo Credit: Twitter/ Asus Indonesia
11 ডিসেম্বর ইন্দোনেশিয়ায় লঞ্চ হবে Asus ZenFone Max Pro M2
আগামী 11 ডিসেম্বর ইন্দোনেশিয়ায় Asus ZenFone Max Pro M2 লঞ্চের কথা জানিয়েছে Asus। এবার কোম্পানির অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে এই ফোনের ঝলক প্রকাশিত হল। নতুন এই ছবিতে দেখা গিয়েছে নতুন Asus ফোনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। এছাড়াও ডিসপ্লের উপরে থাকবে কালো নচ। প্রসঙ্গত Asus ZenFone Max Pro M1 ফোনের ডিসপ্লের উপরে কোন নচ ছিল না।
ইন্দোনেশিয়ায় কোম্পানির টুইটার হ্যান্ডেল থেকে এই ছবি পোস্ট করা হয়েছে। ছবিতে Asus ZenFone Max Pro M2 ফোনের উপরের অংশ সামনে ও পিছন থেকে দেখা যাচ্ছে। সেখানে ফোনের পিছনে তিনটি ক্যামেরা দেখা গিয়েছে। এছাড়াও ডিসপ্লের উপরে দেখা গিয়েছে কালো নচ।
একাধিক রিপোর্টে জানা গিয়েছে দুটি আলাদা ভেরিয়েন্টে পাওয়া যাবে Asus ZenFone Max Pro M2। একটি ভেরিয়েন্টে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা, 13MP সেলফি ক্যামেরা, 4GB RAM, 32GB/64GB স্টোরেজ আর Snapdragon 660 চিপসেট। অন্য ভেরিয়েন্টে বাকি সব হার্ডওয়্যার এক থাকলেও ফোনের পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা আর Snapdragon 636 চিপসেট। তবে এই ফোন কবে ভারতে আসবে তা জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Qualcomm Unveils Robotics-Focused Dragonwing IQ10 Series SoC, Expands IoT Portfolio Ahead of CES 2026