Superstar 300 প্ল্যানে মাসে 749 টাকায় 300GB হাই স্পিড ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানে 50Mbps স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যাবে। সাথে থাকছে বিনামূল্যে Hotstar প্রিমিয়াম ব্যবহার করা যাবে।
                Superstar 300 নামের নতুন ব্রডব্যান্ড প্ল্যান নিয়ে এসেছে BSNL
আরও বেশি গ্রাহকের মন জয় করতে বিনামূল্যে Hotstar প্রিমিয়াম সাবস্ক্রিপশন দিতে শুরু করল ভারত সঞ্চার নিগম লিমিটেড। বছরের শুরুতে নির্বাচিত ভারত ফাইবার গ্রাহকদের 999 টাকা মূল্যের Amaon Prime সাবস্ক্রিপশ্ন বিনামূল্যে দিয়েছিল রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি। এবার Superstar 300 নামের নতুন ব্রডব্যান্ড প্ল্যান নিয়ে এসেছে BSNL। এই প্ল্যানের সাথে গ্রাহক Hotstar প্রিমিয়াম সাবক্রিপশন বিনামূল্যে পাবেন।
নতুন Superstar 300 প্ল্যানে মাসে 749 টাকায় 300GB হাই স্পিড ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানে 50Mbps স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যাবে। সাথে থাকছে বিনামূল্যে Hotstar প্রিমিয়াম ব্যবহার করা যাবে। Hotstar প্রিমিয়াম সাবস্ক্রিপশন ব্যবহার করে বিভিন্ন টিভি সিরিজ, ওয়েব সিরিজ ও লাইভ টিভি দেখা যাবে। এছাড়াও ক্রিকেট বিশ্বকাপ সরাসরি দেখা যাবে এই সাবস্ক্রিপশন থেকে।
গোটা দেশের সব টেলিকম সার্কেলের BSNL ব্রডব্যান্ড গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। 18003451500 নম্বরে ফোন করে Superstar 300 প্ল্যানে রেজিস্টার করতে পারবেন।
জানুয়ারি মাসে ভারত ফাইবার এর সাথে Amazon Prime সাবস্ক্রিপশন বিনামূল্যে দিতে শুরু করেছিল BSNL। সম্প্রতি Zee5 সাবস্ক্রিপশন বিনামূল্যে দিতে শুরু করেছে Airtel। এছাড়াও কিছু প্ল্যানের সাথেক Netflix সাবস্ক্রিপশন বিনামূল্যে দিচ্ছে Airtel।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
                            
                            
                                Samsung Galaxy S26 Ultra Said to Get a Major Design Upgrade, to Be More Ergonomic
                            
                        
                    
                            
                            
                                Oppo Reno 15 Listed on Geekbench With Dimensity 8450 SoC, Could Launch Soon