কুল প্যাড ও লেইকো একত্রিত হয়ে নিয়ে এলো তাদের দ্বিতীয় স্মার্ট ফোন কুল 2. এদের আগের ফোনটি অর্থাৎ কুল 1 এর মতোই এটিও ভারতে প্রবেশ করতে চলেছে খুবশীঘ্রই. ফোনটির মধ্যে ফেস আনলক, 18:9 ডিসপ্লে, IPx4 ওয়াটার রেসিস্টেন্ট, 4 জি বি RAM পাওয়া যাবে. যদিও এর দাম সম্বন্ধে ওয়েইবো নামক ওয়েবসাইটে কোনো তথ্য পাওয়া যায়নি তবে ধরে নেয়া হচ্ছে এর দাম আগের ফোনটির মতোই হবে. দেখে নেওয়া যাক এর বিশেষ বৈশিষ্ট্যগুলি. এর মধ্যে ডুয়াল সিম, অ্যান্ড্রয়েড 7.0 নোগাট, 5.7 ইঞ্চি HD ডিসপ্লে, 18:9 অ্যাসপেক্ট রেশিও, 2.5 ডি কার্ভার্ড গ্লাস এবং 4 জি বি RAM পাওয়া যাবে. এছাড়াও এর মধ্যে পাওয়া যাবে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 0.3 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর, 64 জি বি ইনবিল্ট স্টোরেজ, 3.5 মিমি অডিও জ্যাক, একটি মাইক্রো USB পোর্ট, অ্যান্ড্রয়েড হেডলাইন্স রিপোর্ট. থাকছে 3200mAH ব্যাটারীও. ডিসাইনের দিক থেকে দেখতে গেলে এটি বেশ সাবেকি ধাঁচের এবং এর মধ্যে কোনো খাঁজ বা ফুল স্ক্রিন ডিসপ্লে নেই. এর মেটাল বডিটি 154.7X73.3X9 মিমি.
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন