দিওয়ালি সেলে স্মার্টফোনে যে সব অফার পাওয়া যাচ্ছে, তার মধ্যে অন্যতম সেরা ডিল iPhone 16 এবং iPhone 17।
Photo Credit: Apple
iPhone 17 সেপ্টেম্বরে লঞ্চ হয়েছে
কালীপুজো বা দীপাবলি একেবারে দরজায় কড়া নাড়ছে। আর এই উপলক্ষেই বিভিন্ন ব্র্যান্ড ও ই-কমার্স সংস্থাগুলি গ্যাজেটের ওপর দারুণ ডিসকাউন্ট নিয়ে হাজির হয়েছে, যা অনেকেই হাতছাড়া করতে চাইবে না। স্মার্টফোনে যে সমস্ত ছাড় ও অফার পাওয়া যাচ্ছে, তার মধ্যে অন্যতম সেরা ডিল নিঃসন্দেহে iPhone 16 এবং iPhone 17। iPhone 16 মডেলটি ফ্লিপকার্টে লঞ্চ প্রাইসের থেকে 22,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে। অন্য দিকে, সেপ্টেম্বর মাসে ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া iPhone 17 দিওয়ালি সেলে Apple-এর অফিসিয়াল অনলাইন স্টোরে ক্যাশব্যাক অফারের সঙ্গে কেনা যাচ্ছে।
iPhone 16-এর 128 জিবি ইন্টার্নাল স্টোরেজ ভেরিয়েন্ট ফ্লিপকার্টে 57,999 টাকায় কেনা যাচ্ছে, যেখানে 2024 সালের সেপ্টেম্বরে লঞ্চের সময় দাম 79,999 টাকা ছিল। অর্থাৎ সরাসরি 22,000 টাকা ছাড়ে কেনার সুযোগ। আবার ফ্লিপকার্ট UPI-এর মাধ্যমে লেনদেন করলে অতিরিক্ত 1,000 টাকা ছাড় মিলবে। আইফোনের এই মডেলটি ব্ল্যাক, পিঙ্ক, এবং টিল কালার অপশনে উপলব্ধ।
iPhone 17 মডেলটির লঞ্চ এখনও দেড় মাস অতিক্রান্ত হয়নি। এটি Apple অনলাইন স্টোরে 82,900 টাকায় বিক্রি হচ্ছে। এটাই অরিজিনাল লঞ্চ প্রাইস। তবে অফার যেটা দেওয়া হচ্ছে সেটা হল, 5,000 টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। American Express, Axis Bank, বা ICICI Bank-এর কার্ডে পেমেন্ট করলে ওই টাকা ক্যাশব্যাক হিসেবে দেবে কোম্পানি। এটি ব্ল্যাক, ল্যাভেন্ডার, মিস্ট ব্লু, সেজ, ও হোয়াইট কালার অপশনে বেছে নেওয়া যাবে।
iPhone 16 মডেলে 2000 নিট পিক ব্রাইটনেস সহ 6.1-ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে রয়েছে। এটি Apple A18 প্রসেসরে চলে। ডিভাইসটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর নিয়ে গঠিত। সেলফি এবং ভিডিও কলের জন্য, সামনের দিকে 12 মেগাপিক্সেলের ক্যামেরা উপস্থিত। ডিভাইসটির 3651mAh ব্যাটারি 25W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
অন্যদিকে, iPhone 16-এর তুলনায় iPhone 17-এর অন্যতম আপগ্রেড 120 হার্টজ ProMotion ডিসপ্লে। স্মার্টফোনটিতে সেন্টার স্টেজ ফ্রন্ট ক্যামেরা রয়েছে যা পূর্বসূরীর চেয়ে দ্বিগুণ বড় সেন্সর। CPU-এর কর্মক্ষমতা 40 শতাংশ বৃদ্ধি পেয়েছে। সামনে 6.3 ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে আছে, যা 3,000 নিট পিক ব্রাইটনেস এবং 2,622x1,206 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে।
iPhone 17-এর পিছনে f/1.6 অ্যাপারচার, সেন্সর-শিফট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 48 মেগাপিক্সেল মেইন সেন্সর ও f/2.2 অ্যাপারচার এবং ম্যাক্রো ক্ষমতা সমৃদ্ধ 48 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা 18 মেগাপিক্সেলের। ব্যাক ও ফ্রন্ট উভয় ক্যামেরা ডলবি ভিশন ফরম্যাটে 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। হ্যান্ডসেটটি A19 চিপসেট দ্বারা পরিচালিত।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন