Google Pixel 10 সিরিজ Tensor G5 প্রসেসরে চলে
Photo Credit: Google
Google Pixel 10 সিরিজ গতকাল রাতে মেড বাই গুগল ইভেন্টে লঞ্চ হয়েছে। গুগল যে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের দুনিয়ায় অ্যাপলের মতোই প্রিমিয়াম অভিজ্ঞতা তৈরি করতে চায়, তা এখন জলের মতো স্পষ্ট। মার্কিন টেক জায়ান্টটির নতুন ফ্ল্যাগশিপ ফোনগুলি হল Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL, এবং Pixel 10 Pro Fold। এর সঙ্গে দুটি অত্যাধুনিক ওয়্যারেবল ডিভাইস এনেছে সংস্থা — Pixel Buds 2a TWS ইয়ারবাড এবং Pixel Watch 4 স্মার্টওয়াচ। উন্নত প্রসেসর থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI নির্ভর ফিচার্সের সৌজন্যে Pixel 10 সিরিজ নিয়ে সরগরম টেক দুনিয়া। তবে প্রশংসার পাশাপাশি কিছু সমালোচনার জায়গাও থেকে গিয়েছে। আপনি যদি গুগলের নতুন ফোন কেনার কথা ভাবেন, তাহলে সবার আগে Gadgets 360 বাংলার এই প্রতিবেদন পড়ে নিন। নতুন ফোনগুলির পাঁচটা বিষয় আমাদের ভাল লেগেছে এবং এমন একটা দিক আছে, যা আমাদের ততটা পছন্দ হয়নি।
Google Pixel 10 সিরিজের যে পাঁচটি বিষয় আমাদের ভাল লেগেছে
পহেলে দর্শনধারী, পিছে গুণবিচারী — জনপ্রিয় এই প্রবাদের মাধ্যমেই Google Pixel 10 সিরিজের ভাল বিষয়গুলি তুলে ধরছি আমরা। ফ্ল্যাগশিপ ফিচার্সের সঙ্গে নতুন পিক্সেল ফোনগুলি টেকসই ও মজবুত। প্রতিটি মডেলে এরোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম দিয়ে বানানো হয়েছে। সহজ করে বললে, মহাকাশ এবং বিমান শিল্পে ব্যবহৃত অ্যালুমিনিয়াম সংকর ধাতু দিয়ে তৈরি। গুগল নতুন ফোনগুলির জন্য একটি নির্ভরযোগ্য সুরক্ষা স্তর রেখেছে। Gorilla Glass Victus 2 এর মতো শক্তিশালী কাঁচ দ্বারা সুরক্ষিত Pixel 10 সিরিজ।
Photo Credit: Google
পিক্সেল 10 প্রো ফোল্ড সহ প্রতিটি মডেলে IP68 রেটিং আছে, যা ধুলো এবং জল থেকে সুরক্ষা প্রদান করে। বৃষ্টিতে ভেজা বা জল বা অন্য কোনো তরল পদার্থের সংস্পর্শে আসলেও যেমন ক্ষতি হবে না, তেমনই ধুলো বা অন্যান্য কঠিন পদার্থ ভিতরে ঢুকতে পারবে না। বিশেষ ধরণের কব্জা (হিঞ্জ) এবং নমনীয় স্ক্রিন ব্যবহার করার কারণে ফোল্ডেবল ফোন সাধারণত ভঙ্গুর হয়। তবে গুগল দাবি করছে, তাদের নতুন ফোল্ডেবল ফোন 10 বছর ধরে খোলা ও ভাঁজ করা সহ্য করতে পারবে। এবার প্রশ্ন হল, এত বছর কোনও ফোন কি টিকবে?
Pixel 10 সিরিজের প্রতিটি ফোনকে দীর্ঘস্থায়ী রাখতে 7 বছর Android OS আপগ্রেড ও সফটওয়্যার আপডেট প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে গুগল। এছাড়াও, পিক্সেল ড্রপ আপডেটের মাধ্যমে নিয়মিত নতুন ফিচার যোগ, বাগ ফিক্স, ও সিকিউরিটি উন্নত করবে তারা।
অ্যাপলের ম্যাগসেফ প্রযুক্তির অনুকরণে Google Pixel 10 সিরিজে পিক্সেলস্ন্যাপ ম্যাগনেটিক চার্জিং সিস্টেম যুক্ত হয়েছে। ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে এমন অ্যান্ড্রয়েড স্মার্টফোন ওয়্যারলেস চার্জারের উপরে একবার বসিয়ে দিলেই যে টানা চার্জ হতে থাকবে, এমনটা কিন্তু নয়। চার্জ না হলে ফোন ঘুরিয়ে দেখতে হয়। তাই আইফোনের কায়দায় একটি গোলাকার ডিভাইস এনেছে গুগল, যা পিক্সেলের পিঠে চুম্বকের মতো সেঁটে থাকে।
এই ভাবেই তারের সংযোগ ছাড়াই Qi2 চার্জারের মাধ্যমে Pixel 10 Pro XL মডেলটি 25W পর্যন্ত গতিতে চার্জ হবে। আর বাকি তিনটি মডেল 15W চার্জিং স্পিড সাপোর্ট করে। সবথেকে বড় সুবিধা হল, পিক্সেলস্ন্যাপ বিভিন্ন ধরনের অ্যাক্সেসরি অফার করে। এটি সাধারণ স্ট্যান্ড বা রিং স্ট্যান্ডের রূপে পাওয়া যাবে। এছাড়াও, ফোনের কেস, গ্রিপ, ওয়ালেট, গাড়ির মাউন্ট বা চার্জার, এবং অন্যান্য মাউন্টের সাথেও ব্যবহার করা যেতে পারে।
গুগল পিক্সেল 10 সিরিজের আরেকটি আপগ্রেড হল ক্যামেরা সিস্টেম। বেস মডেলে টেলিফটো সেন্সর আছে যা 20x Pro Res জুম অফার করে। ফোনটির পিছনে f/1.7 অ্যাপারচার সহ 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা + 127 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 13 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর + 5x অপটিক্যাল জুম সহ 10.5 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা বর্তমান। সামনে f/2.2 অ্যাপারচার সহ 10.5 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
অন্যদিকে, Pixel 10 Pro ও Pixel 10 Pro XL আরও উন্নত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + 48 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর + অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 48 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরার সঙ্গে এসেছে। টেলিফটো লেন্সটি 100x প্রো রেজ জুম অফার করে। সামনে 103 ডিগ্রি আল্ট্রা-ওয়াইড ভিউ ও f/2.2 অ্যাপারচার সহ 42 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। দু'টি ফোনই 8K ভিডিয়ো রেকর্ড করতে সক্ষম।
Pixel 10 সিরিজে ক্যামেরা কোচ, ম্যাক্রো ফোকাস, নাইট সাইট, টপ শট, লং এক্সপোজার, ফ্রিকোয়েন্ট ফেস সহ প্রচুর ক্যামেরা ফিচার্স আছে। এছাড়াও, গুগল পিক্সেল স্টুডিও, অটো ফ্রেম, রিইমাজিন, স্কাই স্টাইলস, পোট্রেট ব্লার, এবং ম্যাজিক ইরেজারের মতো প্রচুর ফটো এডিটিং ফিচার্স রয়েছে।
এই বছর গুগল পিক্সেল 10 সিরিজের অন্যতম আকর্ষণ কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার্স। প্রথমেই জানিয়ে রাখি, Pro মডলগুলির ক্রেতারা 1 বছর বিনামূল্যে Google AI Pro সাবস্ক্রিপশন পাবেন, যা কিনতে বছরে 19,500 টাকা খরচ হয়। গুগল নতুন ফোনগুলিতে ভয়েস ট্রান্সলেট ফিচার যোগ করেছে। এটি মোবাইল ফোনে কথা বলার সময় বক্তার কন্ঠস্বরের অনুকরণে কল অনুবাদ করতে সক্ষম। ফলে অন্য প্রান্তে থাকা ব্যক্তির সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলা যায়। বৈশিষ্ট্যটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ইংরেজি থেকে হিন্দি বা হিন্দি থেকে ইংরেজি সহ বেশ কয়েকটি ভাষায় ফোন কর রিয়েল-টাইম অনুবাদ করতে পারছে।
পিক্সেল 10 সিরিজের আরেকটি দারুণ AI ফিচার হল ক্যামেরা কোচ। এটি কোন কোন সেটিংস, মোড অথবা অ্যাঙ্গেল ব্যবহার করলে আপনার ছবি আরও ভাল আসবে তা শেখায়। আস্ক ফটোস নামেও একটি বৈশিষ্ট্য রয়েছে, যেখানে আপনাকে শুধু বলতে হবে ছবিতে কী কী পরিবর্তন চান। Gemini আপনার নির্দেশের ভিত্তিতে বাকি এডিটিংয়ের কাজ করে দেবে।
পিক্সেল 10 সিরিজের অন্যতম হাইলাইট ম্যাজিক কিউ। এটিও এক ধরনের AI টুল যা ব্যাকগ্রাউন্ডে রান করে ব্যবহারকারীদের আরও কার্যকরভাবে তথ্য সরবরাহ করে। ধরুন আপনি ভিনরাজ্য কর্মরত ও পুজোর ছুটি নিয়ে বাড়ি আসছেন। আপনাকে কেউ চ্যাটে জিজ্ঞাসা করল, কোন ফ্লাইটে কখন কলকাতায় নামছো, তখন ম্যাজিক কিউ সেই প্রশ্ন বুঝে আপনার মেইল থেকে সেই ডেটা টেনে নিতে পারে, যাতে আপনি চ্যাট বন্ধ না করে দ্রুত আগমনের তথ্য কপি/পেস্ট করে পাঠাতে পারেন।
আবার যদি আপনি জিমেইলে দেখেন একটি নতুন চালু হওয়া রেস্টুরেন্টের ঠিকানা দেওয়া আছে, ম্যাজিক কিউ সেই ঠিকানা থেকে রেস্টুরেন্টের মেনু বা অন্যান্য তথ্য খুঁজে বের করতে সাহায্য করবে। আপনাকে বিভিন্ন অ্যাপে তা খুঁজে বের করতে হবে না। এটি পিক্সেল আপনার অ্যাপ, ইমেল, স্ক্রিনশট, নোট এবং আরও অনেক কিছু থেকে তথ্য খুঁজে নিতে সক্ষম, যাতে আপনার সার্চ করার আগেই দরকারী জিনিসটি চোখের সামনে হাজির হয়।
Google Pixel 10 সিরিজে TSMC এর 3 ন্যানোমিটার প্রসেসে নির্মিত Tensor G5 প্রসেসর রয়েছে। কোম্পানির দাবি, নতুন চিপসেটটি ডিভাইসে 60 শতাংশ পর্যন্ত উন্নত এআই অফার করে। আবার Tensor G4 এর তুলনায় 34 শতাংশ দ্রুত CPU পারফরম্যান্স পাওয়া যাবে। এতে সম্পূর্ণ কাস্টম ইমেজিং সিগন্যাল প্রসেসর (আইএসপি) রয়েছে যা পুরনো পিক্সেল ডিভাইসের তুলনায় ভালো ছবি এবং ভিডিও কোয়ালিটি প্রদান করে। প্রতিটি ফোনে মাল্টি-লেয়ার হার্ডওয়্যার সিকিউরিটি ও Titan 2 চিপের মতো গুগলের ডিজাইন করা এন্ড-টু-এন্ড সিকিউরিটি থাকছে। সঙ্গে অ্যান্টি-ম্যালওয়্যার ও অ্যান্টি-ফিশিং প্রোটেকশন উপলব্ধ।
Google Pixel 10 সিরিজের যে একটা জিনিস আমাদের ভাল লাগেনি
দাম এমনই একটা জায়গা যেখানে Google Pixel 10 সিরিজের আকর্ষণ একটু ফিকে হচ্ছে। দাম প্রতিযোগী ফোনগুলির সমকক্ষ হতে পারত। ভারতে Google Pixel 10 এর দাম 79,999 টাকা। যেখানে Pixel 10 Pro ও Pixel 10 Pro XL লঞ্চ হয়েছে যথাক্রমে 1,09,999 ও 1,24,990 টাকায়। অন্যদিকে, Pixel 10 Pro Fold কিনতে 1,72,999 টাকা খরচ হবে। তার উপর প্রতিটিতিটি মডেলে 256 জিবি স্টোরেজ স্ট্যান্ডার্ড রাখা হয়েছে। এই দামে অন্য প্রিমিয়াম ফোনে 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ পাওয়া যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.