Google Pixel 10 সিরিজের সঙ্গে Pixel Buds 2a, Pixel Buds Pro 2, এবং Pixel Watch 4 লঞ্চ হয়েছে।
Photo Credit: Google
Made by Google ইভেন্টে Pixel Buds 2a, Pixel Buds Pro 2, এবং Pixel Watch 4 লঞ্চ হয়েছে
আজ বহু প্রত্যাশিত মেড বাই গুগল' (Made by Google) ইভেন্টে Google Pixel 10 লাইনআপের আত্মপ্রকাশ ঘটেছে। মার্কিন টেক জায়ান্টটি নতুন সিরিজটির অধীনে Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL, ও Pixel 10 Pro Fold লঞ্চ করেছে। এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির সঙ্গে তিনটি অত্যাধুনিক ওয়্যারেবল ডিভাইসও এনেছে সংস্থা - দু'টি TWS ইয়ারবাড এবং একটি স্মার্টওয়াচ। ইয়ারবাডগুলি হল Pixel Buds 2a এবং Pixel Buds Pro 2৷ অন্যদিকে, নয়া স্মার্টঘড়িটির নাম Pixel Watch 4। চলুন এদের দাম সহ সমস্ত খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
Google Pixel Buds 2a একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাড। এটি Android ফোন, iPhone, ট্যাবলেট, ল্যাপটপ সমস্ত রকম ডিভাইসের সঙ্গে কানেক্ট করা যাবে। প্রতিটি ইয়ারবাডে একজোড়া মাইক্রোফোন, মিউজিক, কল, এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলের জন্য ক্যাপাসিটিভ টাচ সেন্সর রয়েছে। সঙ্গে কাস্টম ডিজাইন করা 11 মিলিমিটার ডায়নামিক স্পিকার ড্রাইভার, ANC বা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, ও ট্রান্সপারেন্ট মোড রয়েছে। এটি IPX4 ওয়াটার রেজিস্ট্যান্স অফার করে। ইয়ারবাডটির দাম ভারতে 12,999 টাকা রাখা হয়েছে।
Google Pixel Buds Pro 2 আরও অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে এসেছে। এটি ব্লুটুথ 4.0 বা তার উপরের ভার্সন চালিত সমস্ত Android ফোন, iPhone, ট্যাবলেট, ল্যাপটপ সমস্ত রকম ডিভাইসের সঙ্গে কানেক্ট করা যাবে। প্রতিটি ইয়ারবাডে তিনটি মাইক্রোফোন এবং মোশন ডিটেক্টিং সেন্সর রয়েছে। ANC চালু অবস্থায় 12 ঘন্টা ব্যবহার করা যাবে। আর চার্জিং কেসের ব্যাকআপ যোগ করলে 48 ঘন্টা। এটি ভারতে 22,900 টাকায় লঞ্চ হয়েছে।
Pixel Watch 4 এর দাম ও অন্যান্য তথ্য শীঘ্রই আপডেট করা হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন