Google Pixel 10 সিরিজের লঞ্চ ইভেন্ট শুরু, একের পর এক চমকে দেওয়ার মতো ঘোষণা

Google তাদের মেড বাই গুগল ইভেন্টে Pixel 10 সিরিজের স্মার্টফোনগুলির সঙ্গে Pixel Watch 4 এবং Pixel Buds 2a লঞ্চ করেছে।

Google Pixel 10 সিরিজের লঞ্চ ইভেন্ট শুরু, একের পর এক চমকে দেওয়ার মতো ঘোষণা

Photo Credit: YouTube

Made by Google ইভেন্ট থেকে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হচ্ছে

হাইলাইট
  • Made by Google ভারতীয় সময় রাত 10:30টা থেকে শুরু হল
  • Pixel 10 সিরিজ গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে
  • এর সঙ্গে Pixel Watch 4 ও Pixel Buds 2a এনেছে Google
বিজ্ঞাপন

Mady by Google ইভেন্ট শুরু হয়ে গেল। গুগলের এই বার্ষিক হার্ডওয়্যার ইভেন্টের মুখ্য আকর্ষণ Pixel 10 সিরিজ। ইভেন্টের আগেই এই লাইনআপের অধীনে Pixel 10 (স্ট্যান্ডার্ড মডেল), Pixel 10 Pro, Pixel 10 Pro XL, এবং Pixel 10 Pro Fold গ্লোবাল মার্কেটে উন্মোচিত করেছে সংস্থা। ফ্ল্যাগশিপ ফোনগুলি তাদের পূর্বসূরীদের তুলনায় একাধিক আপগ্রেডের সঙ্গে এসেছে। প্রতিটি মডেলে অত্যাধুনিক AI ফিচার্স সাপোর্টের সঙ্গে Tensor G5 প্রসেসর রয়েছে। একই সাথে Pixel Watch 4 এবং Pixel Buds 2a লঞ্চ করেছে তারা। তাহলে এখন প্রশ্ন, মেড বাই গুগল ইভেন্টে আর কী কী চমক থাকতে পারে? Gadgets 360 বাংলার এই বিশেষ প্রতিবেদন সেটা জানাতেই তৈরি। আজকের ইভেন্টে গুগলের যাবতীয় গুরুত্বপূর্ণ ঘোষণার আপডেট দেওয়া থাকবে এখানে।

Mady by Google ইভেন্টে যা যা গুরুত্বপূর্ণ ঘোষণা এল

Google-এর প্ল্যাটফর্ম ও ডিভাইস বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট Gemini এবং Circle to Search এর বেশ কয়েকটি ফিচার্স তুলে ধরলেন। তিনি বলেছেন, গুগলের AI পরিচালিত Gemini Asistant তাদের নেক্সট জেনারেশন AI চশমায় আসতে চলেছে। Pixel Watch 4 ডিভাইসটি F1 রেসার ল্যান্ডো নরিসের হাতে থাকতে দেখা গিয়েছে। এটি পড়ে মুখের সামনে ধরলেই জেমিনাই এর সঙ্গে কথা বলা যাবে। এর জন্য স্ক্রিন স্পর্শ না করলেও চলবে। Google Pixel Fold প্রথম ফোল্ডেবল স্মার্টফোন যা IP68 জলরোধী রেটিং পেয়েছে। এই নিয়ে সংস্থা বেশ উচ্ছ্বসিত।

গুগল আজকের অনুষ্ঠানে Pixel Watch 4 সহ অন্যান্য ডিভাইসগুলির ফাস্ট চার্জিং ক্ষমতা প্রদর্শন করেছে। Pixel 10 সিরিজের ক্যামেরা কোচ বৈশিষ্ট্যটির লাইভ ডেমো দেখানো হয়েছে। এটি কোন কোন সেটিংস, মোড অথবা অ্যাঙ্গেল ব্যবহার করলে আপনার ছবি আরও ভাল আসবে তা শেখাবে। আরেকটি ফিচার হল আস্ক ফটোস। এখানে আপনাকে শুধু বলতে হবে ছবিতে কী কী পরিবর্তন চান, তার ভিত্তিতে বাকি এডিটিংয়ের কাজ করে দেবে Gemini।

Google Pixel 10 সিরিজ একঝাঁক অত্যাধুনিক AI ফিচার্স পেয়েছে, যার মধ্যে অন্যতম Magic Cue। এটি বিভিন্ন অ্যাপের মধ্যে তথ্য সংগ্রহের জন্য সংযোগকারী সেতু হিসেবে কাজ করে। যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনার ফ্লাইট কখন আসবে, তাহলে ম্যাজিক কিউ আপনার জিমেইল থেকে সেই ডেটা টেনে নিতে পারে, যাতে আপনি দ্রুত সেই তথ্য কপি/পেস্ট করে পাঠাতে পারেন। ব্যবহারকারীকে আরও কার্যকরভাবে তথ্য সরবরাহ করাই এই টুলের কাজ। তবে আপনি চাইলে ফিচারটি বন্ধ করেও রাখতে পারবেন।

Google Pixel 10 সিরিজের আরেকটি বিশেষ ফিচারের কথা জানানো হয়েছে, যা হল ভয়েস ট্রান্সলেট। এটি ফোনে কথা বলার সময় ভাষাগত জড়তা কাটিয়ে উঠতে সাহায্য করে। এই অন-ডিভাইস AI Tensor G5 চিপসেটের মাধ্যমে আপনার কলকে রিয়েল-টাইমে অনুবাদ করে ও বক্তার নিজের কন্ঠস্বরের অনুকরণে বদলে দেয়। ফলে অন্য প্রান্তে থাকা ব্যক্তির সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলা যায়। এটি এখন ইংরেজি থেকে হিন্দি বা হিন্দি থেকে ইংরেজি সহ বেশ কয়েকটি ভাষায় কন্ঠস্বর অনুবাদ করতে পারছে।

Google Pixel 10 Pro মডেলগুলির ক্যামেরায় Pro Res Zoom নামে একটি বৈশিষ্ট্য যোগ হয়েছে, যা একটি ছবির ডিটেলস নষ্ট না করেই অবিশ্বাস্যভাবে কাজ থেকে দৃশ্য ক্যাপচার করতে দেয়। এটি বন্যপ্রাণী, প্রাকৃতিক দৃশ্য, অথবা বিখ্যাত স্থাপত্যের ছবি তোলার সময় সবচেয়ে কাজে লাগবে। Pixel 10 Pro এবং Pixel 10 Pro XL ফোনে Pro Res Zoom ব্যবহার করে 100x পর্যন্ত জুম করা যাবে।

Pixel Watch 4 ব্যবহারকারীদের একটি বিশেষ সুবিধা দেবে। এটি আগের দিনে আপনার শারীরিক গতিবিধি ও কাজকর্ম বিশ্লেষণ করে জানাবে, আজকের পরিশ্রমের জন্য আপনি কতটা তৈরি। স্মার্টওয়াচটি পার্সোনাল হেল্থ কোচ ফিচারের সঙ্গেও এসেছে। গুগল জানিয়েছে, এতে স্যাটেলাইট কানেক্টিভিটির সুবিধাও মিলবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Google Pixel 10 সিরিজের লঞ্চ ইভেন্ট শুরু, একের পর এক চমকে দেওয়ার মতো ঘোষণা
  2. Google তিনটি দুর্দান্ত গ্যাজেট এনেছে, জেনে নিন Pixel Buds 2a, Buds Pro 2, ও Pixel Watch 4 সম্পর্কে
  3. Google Pixel 10 সিরিজ iPhone 17-এর জৌলুস কাড়তে বাজারে এল, ফিচার্সে টেক্কা অ্যাপলকেও?
  4. গুগলের সবচেয়ে উন্নত ও দামি স্মার্টফোন Google Pixel 10 Pro Fold লঞ্চ হল, দাম, ফিচার্স জেনে নিন
  5. Realme P4 সিরিজ কম দামে 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  6. লঞ্চের আগেই ফাঁস Xiaomi 15T সিরিজের দাম, থাকবে 50+50+13MP ট্রিপল ক্যামেরা
  7. নজর গোটা বিশ্বের, আজ Google এর হাই ভোল্টেজ লঞ্চ, Pixel 10 সিরিজের সঙ্গে আর কী আসবে দেখে নিন
  8. 3,500 টাকা ছাড়ে 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির Vivo ফোন কেনার গোল্ডেন চান্স
  9. রাত পোহালেই Google Pixel 10 সিরিজের লঞ্চ, রইল দাম-ফিচার্সের সমস্ত গোপন খবর
  10. Redmi প্রথম ফাইভ-স্টার ওয়াটারপ্রুফ স্মার্টফোন আনছে, ফিচার্স তাক লাগাবে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »