Photo Credit: Twitter / Sudhanshu Ambhore
অনেক দিন ধরেই ইন্টারনেটে Google Pixel 3a, Pixel 3a XL ফোন ঘিরে জল্পনা তুঙ্গে। মিডরেঞ্জ সেগমেন্টে এই দুটি ফোল লঞ্চ করতে চলেছে Google। ইতিমধ্যেই একাধিক কেস প্রস্তুতকারী সংস্থার হাত ধরে Pixel 3a আর Pixel 3a XL ফোনের ডিজাইন সামনে এসেছে।
সম্প্রতি ইন্টারনেটে প্রকাটিত নতুন ছবিতে এই দুটি ফোনে 3.5 মিমি অডিও জ্যাক দেখা গিয়েছে। Pixel 3 এর মতোই Pixel 3a ফোনের পিছনেও থাকছে ডুয়াল টোন ফিনিশ। এই ছবিতে Google Pixel 3a, Pixel 3a XL ফোনে তুলনামুলক চওড়া বেজেল দেখা গিয়েছে। অনেকেই মনে করছে ডুয়াল ফ্রন্ট স্টেরিও স্পিকার ব্যবহারের জন্যই এই ফোনে চওড়া বেজেল ব্যবহার করেছে Google।
Pixel 3a ফোনে থাকছে একটি 5.6 ইঞ্চি FHD+ ডিসপ্লে আর 4GB RAM। অন্যদিকে Pixel 3a XL ফোনে থাকছে 6 ইঞ্চি FHD+ ডিসপ্লে, Snapdragon 670 চিপসেট। কালো ও আইরিস কালারে পাওয়া যাবে এই দুটি স্মার্টফোন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন