Huawei এর গ্রাহক পণ্য ব্যবসা বিভাগের প্রধান রিচার্ড ইউ জানিয়েছে নতুন এই অপারেটিং সিস্টেম ভবিষ্যতের কথা ভেবে বানানো। অন্যান্য অপারেটিং সিস্টেমের থেকে অনেক বেশি সুরক্ষিত ও মসৃণ এই অপারেটিং সিস্টেম।
HarmonyOS লঞ্চ করল Huawei
শুক্রবার নতুন অপারেটিং সিস্টেম লঞ্চ করল চিনের টেলিকম জায়েন্ট Huawei। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে Huawei প্রোডাক্টে সব ধরনের সাপোর্ট বন্ধ করে দিয়েছিল Google। এর ফলে চিনা কোম্পানির স্মার্টফোন ব্যবসা প্রশ্নের সামনে দাঁড়িয়ে ছিল। সেই প্রশ্নের উত্তর নিয়ে আজ গোটা বিশ্বের সামনে HarmonyOS নিয়ে এসেছে Huawei।
Huawei এর গ্রাহক পণ্য ব্যবসা বিভাগের প্রধান রিচার্ড ইউ জানিয়েছে নতুন এই অপারেটিং সিস্টেম ভবিষ্যতের কথা ভেবে বানানো। অন্যান্য অপারেটিং সিস্টেমের থেকে অনেক বেশি সুরক্ষিত ও মসৃণ এই অপারেটিং সিস্টেম।
2019 সালের শেষে কোম্পানির স্মার্ট স্ক্রিন প্রোডাক্টে এই অপারেটিং সিস্টেমের প্রথম ভার্সান ব্যবহার হবে। আগামী তিন বছরে বিভিন্ন স্মার্ট ডিভাইসে ধীরে ধীরে এই অপারেটিং সিস্টেম ব্যবহার শুরু করবে চিনের কোম্পানিটি।
এই মুহুর্তে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানি Huawei। কয়েক মাস আগে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের কারনে মার্কিন কোম্পানিগুলি Huawei এর সাথে সব ধরনের বাণিজ্যিক সম্পর্কে শেষ করেছে। Huawei এর বিরুদ্ধে চিনের গুপ্তচর কোম্পানিকে তথ্য পাচার করার অভিযোগ উঠেছিল। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে কোম্পানি।
তাই নিজেদের ব্যবসা চালিয়ে যেতে নতুন অপারেটিং সিস্টেম তৈরী বাধ্যতামুলক ছিল। 2012 সাল থেকেই নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরীর কাজ চালিয়ে যাচ্ছিল চিনের কোম্পানিটি। এবার বিপদের সেই অপারেটিং সিস্টেম কোম্পানির পরিত্রাতা হিসাবে উপস্থিত হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Nandamuri Balakrishna's Akhanda 2 Arrives on OTT in 2026: When, Where to Watch the Film Online?
Single Papa Now Streaming on OTT: All the Details About Kunal Khemu’s New Comedy Drama Series
Scientists Study Ancient Interstellar Comet 3I/ATLAS, Seeking Clues to Early Star System Formation