HMD Fusion 2 ফিরিয়ে আনছে মডিউলার ফোনের যুগ, 108MP ক্যামেরায় তুলবে সেরা ছবি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 25 অক্টোবর 2025 13:27 IST
হাইলাইট
  • HMD Fusion 2 দ্বিতীয় প্রজন্মের স্মার্ট আউটফিটের সঙ্গে আসছে
  • স্মার্টফোনটি নতুন Snapdragon 6s Gen 4 প্রসেসরে চলবে
  • এটি 108 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সহ আসতে পারে

HMD Fusion 2 will be a major upgrade over original Fusion (pictured)

Photo Credit: HMD

HMD বাজারে আনছে একটি নতুন মডিউলার স্মার্টফোন, যার নাম HMD Fusion 2। পূর্বসূরি HMD Fusion গত বছর নভেম্বরে তিনটি স্মার্ট আউটফিট (মডিউলার অ্যাক্সেসরিজ) সহ ভারতে লঞ্চ হয়েছিল। আসন্ন মডেলে সেই স্মার্ট আউটফিটের সেকেন্ড জেনারেশন দেখা যাবে। অর্থাৎ ব্যবহারকারী নিজের পছন্দমতো কভার লাগিয়ে ফোনের চেহারা বা ফাংশন পাল্টাতে পারবেন। HMD Fusion 2 ডিসপ্লে, রিফ্রেশ রেট, প্রসেসর, এবং একাধিক বিভাগে আপগ্রেড আনবে। স্মার্টফোনটির বেশ কিছু ফিচার্স ও স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। জানা গেছে, এটি নতুন Snapdragon 6s Gen 4 প্রসেসরে চলবে। সঙ্গে থাকবে 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, IP65 জল এবং ধুলো প্রতিরোধী রেটিং, Pogo Pin 2.0, ডুয়াল স্পিকার, ইত্যাদি।

HMD Fusion 2 স্পেসিফিকেশন ও ফিচার্স 

HMD Fusion লঞ্চ হয়েছে প্রায় এক বছর হতে চলল৷ এটি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস বা MWC 2025 ইভেন্টে দু'টি স্পেশাল এডিশন মডেলে লঞ্চ হয়েছিল। সংস্থাটি এবার সরাসরি উত্তরসূরি মডেলের উপর কাজ শুরু করেছে। HMD Fusion 2 ফার্স্ট জেনারেশন মডেলের থেকে অনেক আপগ্রেড অফার করবে। এটি 6.58 ইঞ্চি OLED ডিসপ্লের সঙ্গে আসবে।

এইচএমডি মিমস-এর X পোস্ট থেকে আরও জানা গেছে, হ্যান্ডসেটটির ডিসপ্লে  FHD+ রেজোলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। উল্লেখ্য, 2024 সালে লঞ্চ করা মডেলে ছিল IPS ডিসপ্লে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট ও HD+ রেজোলিউশন সাপোর্ট করতো। HMD Fusion 2 ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পাবে বলে দাবি করা হয়েছে। প্রাইমারি ক্যামেরায় একটি 108 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার হবে।

অন্য দিকে, সেকেন্ডারি ক্যামেরায় একটি 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড সেন্সর ব্যবহার করা হবে। উল্লেখ্য, এটি পূর্বসূরির 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সরের জায়গা নেবে। ফ্রন্ট ক্যামেরার ব্যাপারে বিশেষ কিছু তথ্য পাওয়া যায়নি৷ সূত্রটির তরফে আরও বলা হয়েছে, এইচএমডি ফিউশন 2 মডেলটির বডি IP65 সার্টিফায়েড হবে, যা সাধারণ জল বা ধুলোবালি থেকে সুরক্ষা প্রদান করবে। এতে 4 ন্যানোমিটার প্রসেসে নির্মিত ব্র্যান্ড নিউ স্ন্যাপড্রাগন 6এস জেন 4 প্রসেসর ব্যবহার হবে। নতুন ফোনটিতে এনএফসি, ব্লুটুথ 5.3, ডুয়াল স্পিকার, অডিও জ্যাক থাকবে।

এছাড়াও, ডিভাইসটির অন্যতম বড় চমক হবে স্মার্ট আউটফিট জেন 2 ও নতুন পোগো পিন 2.0 প্রযুক্তি। এই স্মার্ট আউটফিটস হল এক ধরনের কাস্টমাইজেবল কভার বা অ্যাক্সেসরি, যেগুলো ফোনের পিছনে অবস্থিত ছয়টি স্মার্ট পিনের মাধ্যমে যুক্ত করা যায়। একই সূত্রের দাবি, এতে কিকস্ট্যান্ড সহ একটি ক্যাজুয়াল আউটফিট, ওয়্যারলেস চার্জিং আউটফিট, একটি রাগড আউটফিট, গেমিং আউটফিট, ক্যামেরা গ্রিপ আউটফিট, ফ্ল্যাশি আউটফিট, স্পিকার আউটফিট, একটি কিউআর ও বারকোড আউটফিট, ও স্মার্ট প্রজেক্টর আউটফিট থাকতে পারে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Slim IP54-rated design
  • Well-designed modular accessories
  • Relatively fast charging
  • Bad
  • Software isn't optimised
  • Low quality display
  • Tinny speaker
  • Average battery life
 
KEY SPECS
Display 6.55-inch
Front Camera 50-megapixel
Rear Camera 108-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 5000mAh
OS Android 14
Resolution 1080x2400 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. HMD Fusion 2 ফিরিয়ে আনছে মডিউলার ফোনের যুগ, 108MP ক্যামেরায় তুলবে সেরা ছবি
  2. মনস্টার 7,800mAh ব্যাটারি ও চাম্পিয়ন প্রসেসর সহ দুর্ধর্ষ OnePlus ফোন সোমবার লঞ্চ হচ্ছে
  3. Realme-এর 7000mAh ব্যাটারি ও 120W ফাস্ট চার্জিং ফোন 7,000 টাকা সস্তা হল!
  4. Oppo Reno 15 ও Reno 15 Pro আসছে 200MP ক্যামেরার সঙ্গে, রেনো সিরিজের ইতিহাসে প্রথম!
  5. Zoho Pay: ফোনপে, পেটিএম-কে টেক্কা দিতে আসছে স্বদেশি UPI পেমেন্ট অ্যাপ জোহো পে
  6. 39,999 টাকা দামের Samsung স্মার্টফোন 16,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে, অফার মিস করলে পস্তাবেন
  7. Vivo X300 সিরিজ DSLR-এর মতো ক্যামেরা নিয়ে শীঘ্রই ভারতে আসছে
  8. Redmi K90 সস্তায় প্রিমিয়াম ফোন কেনার স্বপ্নপূরণ করতে লঞ্চ হল, কম দামে দুর্দান্ত ফিচার্স
  9. Redmi K90 Pro Max বাজার কাঁপিয়ে লঞ্চ হল, Bose-এর সাউন্ড ও দুর্ধর্ষ ফিচার্সে করল বাজিমাত
  10. OnePlus আনছে 8,000mAh ব্যাটারির সুপারফোন! লঞ্চ হবে 2025 সালের শেষে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.