HMD Fusion 2 পূর্বসূরীর থেকে ডিসপ্লে, রিফ্রেশ রেট, প্রসেসর, এবং একাধিক বিভাগে আপগ্রেড আনবে।
Photo Credit: HMD
HMD Fusion 2 will be a major upgrade over original Fusion (pictured)
HMD বাজারে আনছে একটি নতুন মডিউলার স্মার্টফোন, যার নাম HMD Fusion 2। পূর্বসূরি HMD Fusion গত বছর নভেম্বরে তিনটি স্মার্ট আউটফিট (মডিউলার অ্যাক্সেসরিজ) সহ ভারতে লঞ্চ হয়েছিল। আসন্ন মডেলে সেই স্মার্ট আউটফিটের সেকেন্ড জেনারেশন দেখা যাবে। অর্থাৎ ব্যবহারকারী নিজের পছন্দমতো কভার লাগিয়ে ফোনের চেহারা বা ফাংশন পাল্টাতে পারবেন। HMD Fusion 2 ডিসপ্লে, রিফ্রেশ রেট, প্রসেসর, এবং একাধিক বিভাগে আপগ্রেড আনবে। স্মার্টফোনটির বেশ কিছু ফিচার্স ও স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। জানা গেছে, এটি নতুন Snapdragon 6s Gen 4 প্রসেসরে চলবে। সঙ্গে থাকবে 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, IP65 জল এবং ধুলো প্রতিরোধী রেটিং, Pogo Pin 2.0, ডুয়াল স্পিকার, ইত্যাদি।
HMD Fusion লঞ্চ হয়েছে প্রায় এক বছর হতে চলল৷ এটি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস বা MWC 2025 ইভেন্টে দু'টি স্পেশাল এডিশন মডেলে লঞ্চ হয়েছিল। সংস্থাটি এবার সরাসরি উত্তরসূরি মডেলের উপর কাজ শুরু করেছে। HMD Fusion 2 ফার্স্ট জেনারেশন মডেলের থেকে অনেক আপগ্রেড অফার করবে। এটি 6.58 ইঞ্চি OLED ডিসপ্লের সঙ্গে আসবে।
এইচএমডি মিমস-এর X পোস্ট থেকে আরও জানা গেছে, হ্যান্ডসেটটির ডিসপ্লে FHD+ রেজোলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। উল্লেখ্য, 2024 সালে লঞ্চ করা মডেলে ছিল IPS ডিসপ্লে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট ও HD+ রেজোলিউশন সাপোর্ট করতো। HMD Fusion 2 ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পাবে বলে দাবি করা হয়েছে। প্রাইমারি ক্যামেরায় একটি 108 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার হবে।
অন্য দিকে, সেকেন্ডারি ক্যামেরায় একটি 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড সেন্সর ব্যবহার করা হবে। উল্লেখ্য, এটি পূর্বসূরির 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সরের জায়গা নেবে। ফ্রন্ট ক্যামেরার ব্যাপারে বিশেষ কিছু তথ্য পাওয়া যায়নি৷ সূত্রটির তরফে আরও বলা হয়েছে, এইচএমডি ফিউশন 2 মডেলটির বডি IP65 সার্টিফায়েড হবে, যা সাধারণ জল বা ধুলোবালি থেকে সুরক্ষা প্রদান করবে। এতে 4 ন্যানোমিটার প্রসেসে নির্মিত ব্র্যান্ড নিউ স্ন্যাপড্রাগন 6এস জেন 4 প্রসেসর ব্যবহার হবে। নতুন ফোনটিতে এনএফসি, ব্লুটুথ 5.3, ডুয়াল স্পিকার, অডিও জ্যাক থাকবে।
এছাড়াও, ডিভাইসটির অন্যতম বড় চমক হবে স্মার্ট আউটফিট জেন 2 ও নতুন পোগো পিন 2.0 প্রযুক্তি। এই স্মার্ট আউটফিটস হল এক ধরনের কাস্টমাইজেবল কভার বা অ্যাক্সেসরি, যেগুলো ফোনের পিছনে অবস্থিত ছয়টি স্মার্ট পিনের মাধ্যমে যুক্ত করা যায়। একই সূত্রের দাবি, এতে কিকস্ট্যান্ড সহ একটি ক্যাজুয়াল আউটফিট, ওয়্যারলেস চার্জিং আউটফিট, একটি রাগড আউটফিট, গেমিং আউটফিট, ক্যামেরা গ্রিপ আউটফিট, ফ্ল্যাশি আউটফিট, স্পিকার আউটফিট, একটি কিউআর ও বারকোড আউটফিট, ও স্মার্ট প্রজেক্টর আউটফিট থাকতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Nothing Phone 3a Lite Reported to Launch in Early November: Expected Price, Specifications
HMD Fusion 2 Key Features, Specifications Leaked Online: Snapdragon 6s Gen 4, New Smart Outfits, and More