Photo Credit: HMD
HMD-এর পক্ষ থেকে IFA 2024 এর নতুন উন্মোচন HMD Fusion। স্মার্টফোনটিতে “Smart Outfits” নামক অসাধারণ পরিবর্তশীল কভারগুলি (আলাদাভাবে বিক্রিত) যুক্ত করা হয়েছে, যেটি ফোনের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সাথে পরিবর্তনশীল। HMD Fusion স্মার্টফোনটি Snapdragon 4 Gen 2 SoC প্রসেসর দ্বারা চালিত।এটিতে 8GB পর্যন্ত RAM যুক্ত করা আছে। হ্যান্ডসেটটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট আছে, প্রধান ক্যামেরাটি 108 মেগাপিক্সেল এবং সেলফির ক্ষেত্রে একটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। স্মার্টফোনটিতে একটি মডিউলার ডিজাইন অন্তর্ভুক্ত করা হয়েছে,যেটি সহজেই মেরামত করা যায়। HMD Fusion ফোনটি শীঘ্রই UK তে উপলব্ধ হবে, যেটির দাম শুরু হচ্ছে EUR 249 ( ভারতীয় মূল্যে প্রায় 24,000 টাকা) থেকে। চকচকে , রুক্ষ, ওয়্যারলেস এবং গেমিং সহ স্মার্ট সাজসজ্জা যুক্ত ফোনটি এই বছরের শেষে পাওয়া যাবে ।
ফোনটি অ্যানড্রয়েড 14 দ্বারা চালিত এবং কোম্পানীর পক্ষ থেকে,দুই বছরের OS আপগ্রেড সহ তিনবছরের নিরাপত্তা আপডেট সাথে উপস্থিত হতে চলেছে। এটি Snapdragon 4 Gen 2 চিপসেট প্রসেসর দ্বারা চালিত। হ্যান্ডসেটটি 90Hz রিফ্রেস রেট সহ একটি 6.5 ইঞ্চির (720×1,612 পিক্সেল) HD+ ডিসপ্লে দ্বারা সজ্জিত। এটি সর্বোচ্চ 600 নিট পর্যন্ত উজ্জ্বলতা বহন করে। এটির মধ্যে 8 জিবি পর্যন্ত RAM এবং 256 জিবি স্টোরেজ আছে। স্টোরেজটি 1টিবি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বৃদ্ধি করা যেতে পারে।
স্মার্টফোনটির সাথে বিভিন্ন পরিবর্তনশীল কভার ব্যবহার করা যাবে। 6টি পিনের মাধ্যমে এই স্মার্ট কভারগুলি ডিভাইসের সাথে যুক্ত করা যায়। কভারগুলি দ্বারা নতুন ক্ষমতা প্রকাশিত হয়। ঝকঝকে কভারটি একটি অন্তর্নির্মিত “রিং লাইট” আছে, যেটি ফোনের সামনে এবং পিছনের ক্যামেরার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এবং এটি ব্যবহারকারীদের ডিভাইসের মাধ্যমে মুড লাইটিং এবং ক্যামেরা এফেক্টকে নিয়ন্ত্রণ করা যাবে। রুক্ষ কভারটিতে IP68 রেটিং যুক্ত করা হয়েছে। এছাড়াও এটিতে ম্যাগনেট সহ তারবিহীন চার্জিং ব্যাবস্থা এবং একটি জরুরি (ICE) বোতাম আছে। এছাড়াও অন্যান্য নির্বাচনের ক্ষেত্রে সাধারণ রঙিন কভারও আছে।
ক্যামেরার ক্ষেত্রে এটির পিছনের অংশে EIS সমর্থিত একটি 108 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা আছে এবং একটি 2 মেগাপিক্সেলের গভীর সেন্সর আছে। সেলফির ক্ষেত্রে এটিতে স্থির ফোকাস সহ একটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা আছে।
স্মার্টফোনটির পাশের অংশে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক বৈশিষ্ট্য আছে। এছাড়াও সংযোগের ক্ষেত্রে এটিতে ব্লুটুথ 5.2, GPS/AGPS, GLONASS, BDS, Galileo, OTG, USB Type-C পোর্ট এবং WiFi802.11a/b/g/n/ac/ax আছে। সেন্সরগুলির ক্ষেত্রে এটিতে অ্যাক্সিলোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, ই-কম্পাস, জাইরোস্কোপ এবং প্রক্সিমিটি সেন্সর যুক্ত করা হয়েছে।
স্মার্টফোনটি 33W এর চার্জিং সহ একটি 5000 mAh ব্যাটারী দ্বারা সজ্জিত। এটি একবার চার্জের বিনিময়ে 65 ঘন্টা পর্যন্ত চলতে পারে। এটিতে IP52 রেটিং দেওয়া হয়েছে। হ্যান্ডসেটটির পরিমাপ 164.15x 75.5x8.32মিমি এবং ওজন 202.5 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন