HMD Touch 4G সম্পর্কে সংস্থার বক্তব্য, ফিচার ফোন এবং স্মার্টফোনের মধ্যে ব্যবধান কমানো তাদের লক্ষ্য।
Photo Credit: HMD
HMD Touch 4G ভারতের প্রথম হাইব্রিড ফোন
3G যুগের মোবাইল ফোনের স্মৃতি ফিরিয়ে মঙ্গলবার ভারতে লঞ্চ হল HMD Touch 4G। পনেরো-কুড়ি বছর আগে টাচস্ক্রিন ফোন যেমন দেখতে হত, তেমনই লুকস নিয়ে হাজির হয়েছে এটি। দেখলেই অতীতে ফিরে যেতে ইচ্ছা করবে। একে দেশের প্রথম হাইব্রিড ফোন বলে দাবি করেছে কোম্পানি। এতে ফিচার ফোন ও স্মার্টফোন — উভয়ের গুণ আছে। পূর্ণাঙ্গ Android স্মার্টফোনের মতো অভিজ্ঞতা পাওয়া যাবে না, তবে অনলাইন যুগের চাহিদা পূরণের জন্য যথেষ্ট। এই ফোন অ্যান্ড্রয়েডে না চললেও, ইন্টারনেট, ভিডিও কল, অ্যাপ, 4G কানেক্টিভিটির সুবিধা মিলবে। দাম 4,000 টাকারও কম রাখা হয়েছে।
HMD Touch 4G সম্পর্কে সংস্থার বক্তব্য, ফিচার ফোন এবং স্মার্টফোনের মধ্যে ব্যবধান কমানো তাদের লক্ষ্য। এতে 3.2 ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে যা 320 x 240 পিক্সেল রেজোলিউশন অফার করে। আকারে ছোট হওয়ার কারণে যে কোনও বয়সের মানুষ খুব সহজেই ব্যবহার করতে পারবে। ফোনটিতে LED ফ্ল্যাশ সহ 2 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য 0.3 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
এইচএমডি টাচ 4G ব্যবহারকারীরা এক্সপ্রেস চ্যাটের মাধ্যমে অনলাইনে একে অপরকে ভয়েস মেসেজ, ছবি, টেক্সট ও ইমোজি পাঠাতে পারবেন। প্রাইভেট এবং গ্রুপ চ্যাটেরও সুবিধা আছে। অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইফোন (iOS) প্ল্যাটফর্মেও উপলব্ধ। ভারতীয় মানেই ক্রিকেট পাগল। আর সেই কথা মাথায় রেখে এইচএমডি টাচ 4G ক্লাউড ফোন পরিষেবার সঙ্গে এসেছে। এটি লাইভ ক্রিকেট আপডেট, আবহাওয়ার পূর্বাভাস এবং ট্রেন্ডিং ভিডিও সরবরাহ করে। পরিষেবাটি ক্লাউড-হোস্টেড শর্টকাটের মাধ্যমে পরিচালিত হয়, যা অতিরিক্ত ডেটা খরচ না করে বা অ্যাপের প্রয়োজন ছাড়াই দ্রুত তথ্য হাজির করে।
এই ফোনে 1,950mAh ব্যাটারি আছে যা টাইপ-সি পোর্টে চার্জ হবে। ফোনটি Unisoc T127 প্রসেসর দ্বারা চালিত। সঙ্গে 64 এমবি র্যাম এবং 128 এমবি স্টোরেজ আছে। মেমরি কম থাকলেও SD কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে। হ্যান্ডসেটটি একটি কাস্টম লাইটওয়েট অপারেটিং সিস্টেমে রান করে, যার নাম RTOS Touch। অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে IP52 জলরোধী রেটিং, ডুয়াল সিম, Wi-Fi হটস্পট সাপোর্ট, 4G LTE, 3.5 মিমি অডিও জ্যাক।
HMD Touch 4G-এর দাম ভারতে 3,999 টাকা রাখা হয়েছে। এটি সায়ান ও ডার্ক ব্লু কালার অপশনে লঞ্চ হয়েছে। ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করা হবে। শীঘ্রই ই-কমার্স প্ল্যাটফর্ম থেকেও পাওয়া যাবে। বয়স্ক মানুষ, কিশোর-কিশোরী, অথবা যারা স্মার্টফোনের নেশা কাটাতে চাইছেন, তাদের জন্য দুর্দান্ত বিকল্প হতে পারে এটি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন