HMD Vibe 5G কালো ও বেগুনি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে
Photo Credit: HMD
HMD সম্প্রতি দেশের বাজারে মাটি শক্ত করতে 10,000 টাকার নিচে স্মার্টফোন লঞ্চের পরিকল্পনার কথা প্রকাশ করেছিল। আর আজ 9,000 টাকারও কমে ভারতে লঞ্চ হয়েছে HMD Vibe 5G। এই বাজেট স্মার্টফোনে 6.67 ইঞ্চি পাঞ্চ-হোল IPS ডিসপ্লে রয়েছে। সঙ্গে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 জিবি পর্যন্ত র্যাম (ভার্চুয়াল র্যাম অর্ন্তভুক্ত), 5,000 এমএএইচ ব্যাটারি, SD কার্ডের মাধ্যমে 512 জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানোর সুবিধা, ডুয়াল স্পিকার, এবং ব্লোটওয়্যার মুক্ত Android 15 অপারেটিং সিস্টেম আছে। কোম্পানি দুই বছরের জন্য প্রতি তিন মাসে সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে।
HMD Vibe 5G ভারতে 8,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 4 জিবি + 128 জিবি অনবোর্ড স্টোরেজ কনফিগারেশনের দাম। এছাড়া, আর কোনও স্টোরেজ ভেরিয়েন্ট নেই৷ এটি HMD ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট ও অন্যান্য বড় রিটেল স্টোরগুলির মাধ্যমে কেনার জন্য উপলব্ধ। নয়া ফোনটি কালো ও বেগুনি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে।
এইচএমডি ভাইব 5G-তে 2.5D কার্ভড স্ক্রিন সহ 6.67 ইঞ্চি IPS পাঞ্চ-হোল ডিসপ্লে আছে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট ও 720x1,604 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। এই হ্যান্ডসেটে Unisoc T760 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি 4 জিবি র্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজ অপশনে উপলব্ধ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 2 টিবি পর্যন্ত স্টোরেজ বৃদ্ধি করার সুবিধা পাওয়া যাবে। আবার র্যাম ভার্চুয়ালি 8 জিবি পর্যন্ত (4 জিবি ফিজিক্যাল + 4 জিবি ভার্চুয়াল) বাড়ানো যাবে।
ফটোগ্রাফির জন্য, HMD Vibe 5G ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে — 50 মেগাপিক্সেল AI প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা। সাথে এলইডি ফ্ল্যাশ এবং রিয়ার নোটিফিকেশন লাইট রয়েছে। সামনের দিকে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। অডিওর জন্য, এতে ডুয়াল স্পিকার এবং সিঙ্গেল মাইক্রোফোন আছে।
নতুন ফোনটিতে 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে যা ইউএসবি টাইপ-সি চার্জারের মাধ্যমে 18 ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। এটি 5G নেটওয়ার্কে 30 ঘন্টা এবং 4G নেটওয়ার্কে 28 ঘন্টা পর্যন্ত টকটাইম অফার করে। HMD Vibe 5G চলে অ্যান্ড্রয়েড 15 ভার্সনে এবং এটি একেবারে পরিষ্কার ও ব্লটওয়্যার-মুক্ত অভিজ্ঞতা দেয়। কোম্পানি দুই বছরের জন্য প্রতি তিন মাসে সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে কোনও বড় অ্যান্ড্রয়েড OS আপগ্রেড পাবে না, অর্থাৎ অ্যান্ড্রয়েড 15 সংস্করণেই থেকে যাবে।
নিরাপত্তার জন্য এতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার রয়েছে। এছাড়াও, সাধারণ সেন্সগুলির মধ্যে আছে অ্যাক্সিলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর এবং প্রক্সিমিটি সেন্সর। এটি 5G এবং 4G সংযোগ সহ ডুয়াল ন্যানো সিম স্লট সাপোর্ট করে। ফোনটি 8.65 মিমি পুরু এবং ওজন 190 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.