Honor 300 Pro,হ্যান্ডসেটটি Snapdragon 8 Gen 3 SoC-দ্বারা সজ্জিত হয়ে আসতে পারে

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 12 নভেম্বর 2024 13:04 IST
হাইলাইট
  • Honor 200 সিরিজের স্মার্টফোনগুলি ভারতে জুলাই মাসে উন্মোচিত হয়েছিল
  • Honor 200-একটি Snapdragon 7 Gen 3 SoC দ্বারা চালিত
  • এগুলিতে 1.5K OLED স্ক্রিন থাকতে পারে

Honor 200 Pro runs on a Snapdragon 8s Gen 3 SoC

Photo Credit: Honor

Honor 300 pro,Honor 300 ভ্যানিলার সাথে খুব শীঘ্রই লঞ্চ করা হতে পারে। তবে চিনা স্মার্টফোন নির্মাতারা এখনো পর্যন্ত লঞ্চের তারিখ সম্মন্ধে কিছু ঘোষণা করেনি।কিন্তু লাইনআপটির কিছু বৈশিষ্ট্য অনলাইনের মাধ্যমে ফাঁস হয়ে গিয়েছে।বলা হয়েছে যে,Honor 300-সিরিজটি 1.5K রেজোলিউশন সমৃদ্ধ ডিসপ্লে এবং 100W-এর দ্রুত চার্জিং বৈশিষ্ট্য নিয়ে আসতে চলেছে।আশা করা যাচ্ছে,Honor 300 Pro হ্যান্ডসেটটি Snapdragon 8 Gen 3 চিপসেট দ্বারা চলবে। Honor-এর আসন্ন হ্যান্ডসেটদুটি Honor 200 Pro এবং Honor 200 উপর আপগ্রেড নিয়ে আসতে পারে।

Honor 300 সিরিজের ফাঁস হওয়া স্পেসিফিকেশন:

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন(চিনা ভাষা থেকে অনুবাদ করা) weibo-তে Honor 300 সিরিজের কথিত বিবরণগুলি পোস্ট করেছে।ফাঁস হওয়া তথ্য অনুযায়ী,আসন্ন লাইনআপটিতে 1.5K OLED স্ক্রীন থাকবে যেটি পূর্ববর্তী মডেলে উপস্থিত Full HD+ স্ক্রীনের তুলনায় অনেকবেশি উন্নতমানের। হ্যান্ডসেটগুলি Snapdragon 8 Gen 3 SoC দ্বারা চালিত হতে পারে। তবে টিপসটার বলেনি যে,কোন হ্যান্ডসেটটি এই প্রসেসরটি ব্যবহার করবে,অনুমান করা হচ্ছে প্রো মডেলটি এটি পেতে পারে।
এরআগের Honor 200,মডেলটিতে Snapdragon 7 Gen 3 SoC যুক্ত ছিল এবং Honor 200 pro একটি Snapdragon 8s Gen 3 SoC দ্বারা চালিত হয়েছিল।

বলা হয়েছে যে,পূর্বের হ্যান্ডসেটের মতোই Honor 300 সিরিজটি 100-তারযুক্ত এবং তারবিহীন চার্জিং ব্যবস্থাকে সমর্থন করবে। এটির প্রো এর মডেলটিতে একটি 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা থাকতে পারে। টিপস্টার বলেছে যে,হ্যান্ডসেটগুলিতে একটি আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে কিনা সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু নিশ্চিত করা হয়নি।

Honor 200 এবং Honor 200 pro, মডেলদুটি চলতি বছরের মে মাসে চীনে উন্মোচন করা হয়েছিল এবং ভারতে এগুলি জুলাই মাসে লঞ্চ করা হয়েছিল। Honor 200-এর দাম ছিল 34,999টাকা এবং Honor 200 pro-এর দাম ছিল 57,999 টাকা।

এগুলিতে 50মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে।হ্যান্ডসেটগুলি Android 14-ভিত্তিক MagicOS 8.0 দ্বারা চালিত। এগুলি 100W-এর তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থিত,একটি 5200 mAh ব্যাটারী দ্বারা চালিত।Honor 200,হ্যান্ডসেটটিতে 6.7ইঞ্চির Full HD+ OLED কার্ভড ডিসপ্লে আছে, অন্যদিকে Honor 200 proটিতে কিছুটা বড় 6.78ইঞ্চির স্ক্রিন আছে। ভ্যানিলা মডেলটি Snapdragon 7 Gen 3 SoC দ্বারা চালিত এবং প্রো মডেলটি Snapdragon 8s Gen 3 চিপসেট দ্বারা চালিত।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Honor 300 Pro, Honor 300, Honor
 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. প্রসেসর থেকে ক্যামেরায় চমকের ছড়াছড়ি, iPhone 17 লঞ্চ করে বাজিমাত Apple-এর
  2. স্মার্টফোনের জগতে বিপ্লব! বাজারে এল iPhone 17 Pro ও iPhone 17 Pro Max
  3. iPhone Air: অ্যাপলের ইতিহাসে সবচেয়ে পাতলা স্মার্টফোন লঞ্চ হল, দাম জেনে নিন
  4. ইয়ারফোনের দুনিয়ায় যুগান্তর, AirPods Pro 3 লঞ্চ করল Apple
  5. iPhone 17 সিরিজের সঙ্গে তিনটি হাই-টেক স্মার্টঘড়ি আনল Apple, ফিচার্স অবাক করবে
  6. প্রেশার মাপা থেকে বিনা নেটওয়ার্কে কলিং, বাজিমাত করবে Apple-এর নতুন স্মার্টওয়াচ
  7. নতুন কুলিং সিস্টেম থেকে দুর্ধর্ষ ক্যামেরা, iPhone 17 Pro সিরিজে আসছে বিপ্লব
  8. PVR INOX টিকিটের দাম কমিয়ে দিল, পছন্দের সিনেমা দেখুন মাত্র 99 টাকায়
  9. iPhone 17 সিরিজ আজ লঞ্চ হচ্ছে, সঙ্গে Apple Watch 11 ও AirPods Pro 3 আসতে পারে
  10. 200MP ক্যামেরার Samsung Galaxy S24 Ultra অর্ধেক দামে মিলছে, সেল শুরু হওয়ার আগেই অবিশ্বাস্য অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.