Honor সিরিজের নতুন একটি মডেলের রূপে আবির্ভূত হতে পারে,Honor 300 Ultra
সম্প্রতি Honor 300 ultra হ্যান্ডসেটটি নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশিত হয়েছে।একজন টিপস্টার জানিয়েছে যে, চিনা স্মার্টফোন নির্মাণকারী এই সংস্থাটি খুব শীঘ্রই কথিত স্মার্টফোনটি চীনে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এটি এককভাবে বা Honor-এর আসন্ন সিরিজের সাথে আসবে কিনা সেই বিষয়ে কোম্পানি কিছু জানায়নি।তবে ইতিমধ্যেই হ্যান্ডসেটটির ডিজাইন অনলাইনের মাধ্যমে প্রকাশিত হয়েছে