গত সপ্তাহে লঞ্চ হয়েছিল Honor 7S। শুক্রবার বিক্রি শুরু হুল এই ফোন। শুধুমাত্র Flipkart ও HiHonor স্টোরে থেকে কেনা যাবে Honor 7S। Honor 7S এর দাম 6,999 টাকা। Honor 7S এ রয়েছে 3020 mAh ব্যাটারি, 18:9 ফুল ভুই ডিসপ্লে, LED ফ্ল্যাশ সহ 5MP সেলফি ক্যামেরা। Honor 7S এর দাম ও স্পেসিফিকেশানে চোখ রাখা যাক।
ভারতে Honor 7S এর দাম 6,999 টাকা। শুধুমাত্র Flipkart ও কোম্পানির অনলাইন স্টোর থেকে কেনা যাবে এই ফোন। শুক্রবার দুপুর 12 টায় Honor 7S বিক্রি শুরু হবে। কালো, নীল ও সোনালি রঙে পাওয়া যাবে Honor 7S।
Honor 7S এ চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। Honor 7S এ রয়েছে একটি 5.45 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি কোয়াড-কোর MediaTek MT6739 চিপসেট, 2GB RAM আর 16GB ইন্টারনাল স্টোরেজ। microSD কার্ড ব্যবহার করে এই ফোনের স্টোরেজ 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
ছবি তোলার জন্য Honor 7S এ থাকছে 13MP সেন্সার। সাথে থাকবে PDAF অটোফোকাস আর LED ফ্ল্যাশ। এর সাথেই একটি 5MP সেন্সার থাকবে। সেলফি তোলার জন্য থাকবে 24MP ফ্রন্ট ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Honor 7S এ রয়েছে 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.2 with LE, GLONASS, GPS, Micro-USB আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। Honor 7S এ থাকবে একটি 3020 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন