14 জানুয়ারি ভারতে লঞ্চ হবে Honor 9X। ইতিমধ্যেই এই লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ পাঠাতে শুরু করেছে Honor। ভারতে শুধুমাত্র Flipkart থেকে এই ফোন পাওয়া যাবে। গত বছর জুলাই মাসে চিনে Honor 9X Pro এর সাথে লঞ্চ হয়েছিল Honor 9X। এই দুই ফোনেই রয়েছে পপ-আপ সেলফি ক্যামেরা।
সম্প্রতি এক লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ পাঠিয়ে Honor জানিয়েছে 14 জানুয়ারি নতুন ফোন লঞ্চ হবে। আমন্ত্রণ পরে ‘X' লেখা দেখা গিয়েছে। যদিও ভারতে Honor 9X এর সাথে Honor 9X Pro লঞ্চ হবে কি না জানা যায়নি।
Gadgets 360 কে Honor প্রধান চার্লস পেং সম্প্রতি জানিয়েছিলেন চলতি মাসে ভারতে Honor 9X লঞ্চ হবে।
পেং জানিয়েছিলেন, “জানুয়ারি মাসে Honor 9X লঞ্চ হবে। Android অপারেটিং সিস্টেম, গুগল মোবাইল সার্ভিস ও গুগল প্লে সহ লঞ্চ হবে এই ফোন।”
ভারতে Honor 9X ফোনের দাম ঘোষণা করেনি কোম্পানি। চিনে Honor 9X এর দাম শুরু হচ্ছে 1,399 ইউয়ান (প্রায় 14,400 টাকা) থেকে। একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে।
Honor 9X ফোনে একটি 6.59 ইঞ্চি ডিসপ্লে থাকবে। ফোনের ভিতরে থাকছে অক্টা-কোর Kiri 810 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।
এই ফোনের পিছনে ডুয়াল ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 16 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Honor 9X ফোনে থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি। Honor 9X ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
আরও পড়ুন:
ফাঁস হল Realme X50 5G ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন