7 জানুয়ারি চিনে লঞ্চ হবে Realme X50 5G। এটি Realme-র প্রথম 5G স্মার্টফোন।
7 জানুয়ারি লঞ্চ হবে Realme X50 5G
7 জানুয়ারি চিনে লঞ্চ হবে Realme X50 5G। এটি Realme-র প্রথম 5G স্মার্টফোন। সম্প্রতি একের পর এক টিজার প্রকাশ করে এই ফোন সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ করেছিল চিনের কোম্পানিটি। এবার TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে Realme X50 5G ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন সামনে এসেছে। RMX2051 মডেল নম্বরে Realme X50 5G ফোনে 4,100 mAh ব্যাটারি থাকবে। আর থাকবে একটি 6.57 ইঞ্চি ডিসপ্লে।
TENAA ওয়েবসাইটে Realme X50 5G ফোনের স্পেসিফিকেশন ফাঁস হয়েছে
TENAA লিস্টিং থেকে জানা গিয়েছে ডুয়াল সিম Realme X50 5G ফোনের আয়তন 163.8 x 75.8 x 8.9 মিমি। এই ফোনে থাকছে 6.57 ইঞ্চি ডিসপ্লে। এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে ব্যবহার করবে Realme। RMX2051 মডেল নম্বরের এই ফোনে একটি 4,100 mah ব্যাটারি দেখা গিয়েছে। সাথে থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট।
7 জানুয়ারি লঞ্চ হবে Realme X50 5G। আপাতত শুধুমাত্র চিনে এই ফোন লঞ্চ করবে Realme। যদিও চিনের বাইরে কবে এই ফোন লঞ্চ হবে জানা যায়নি। সাম্প্রতিক অতীতে এই ফোনের বিভিন্ন ফিচার সামনে এসেছিল। Realme X50 5G ফোনে থাকছ Snapdragon 765G চিপসেট, 6.67 ইঞ্চি FHD+ ডিসপ্লে, 4,500 mAh ব্যাটারি সাথে VOOC 4.0 ফাস্ট চার্জ সাপোর্ট, ডুয়াল সেলফি ক্যামেরা আর কোয়াড রিয়ার ক্যামেরা। এই ফোনের পিছনের ক্যামেরায় থাকবে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। চিনে Realme X50 5G ফোনের দাম শুরু হতে পারে 2,799 ইউয়ান (প্রায় 28,000 টাকা) থেকে।
আরও পড়ুন:
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Vivo V70 Series India Launch Timeline Leaked; Two Models Expected to Debut