ভারতে লঞ্চ হল Vivo S1 Pro। শনিবার ভারতে এই ফোন লঞ্চ করেছে Vivo। এই ফোনে রয়েছে ডায়মন্ড শেপ ক্যামেরা মডিউল। ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা আর 4,500 mAh ব্যাটারি। ভারতে অনলাইন ও অফলাইন স্টোর থেকে Vivo S1 Pro পাওয়া যাবে। Vivo S1 Pro ফোনের ডিসপ্লের উপরে একটি ওয়াটার ড্রপ নচ থাকছে। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও Vivo S1 Pro ফোনে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 18W ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জিং আর 8GB RAM থাকছে।
ভারতে Vivo S1 Pro এর দাম 19,990 টাকা। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। কালো, নীল ও সাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। ভারতে সব জনপ্রিয় অনলাইন স্টোর ও অফলাইন রিটেল স্টোর থেকে Vivo S1 Pro বিক্রি শুরু হয়েছে।
Vivo S1 Pro ফোনে থাকছে একটি 6.38 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 665 চিপসেট, 8GB RAM আর 128GB স্টোরেজ।
Vivo S1 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করেছে Vivo। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য Vivo S1 Pro ফোনে থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Vivo S1 Pro ফোনে থাকছে 4G LTE, ডুয়াল ব্যান্ড Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, FM রেডিও আর USB Type-C পোর্ট। ফোনের ভিতরে থাকছে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকছে 18W ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জ সাপোর্ট। নতুন এই ফোনের ওজন 186.7 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন