সপ্তাহের শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল Honor 9X। সপ্তাহের শেষে শুরু হচ্ছে বিক্রি। শনিবার Flipkart থেকে এই স্মার্টফোন বিক্রি শুরু হবে। শনিবার রাত 8 টা থেকে Flipkart Plus গ্রাহকদের জন্য Honor 9X বিক্রি শুরু হতে পারে। যদিও এই বিষয়ে নিশ্চিতভাবে জানায়নি চিনের কোম্পানিটি। মধ্যরাত থেকে সব গ্রাহক Flipkart থেকে Honor 9X কিনতে পারবেন। এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। এই ফোনের পিছনে থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। আর থাকছে একটি 16 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা। এই ফোনের ভিতরে থাকছে Kirin 710F চিপসেট আর 4,000 mAh ব্যাটারি।
Honor 9X এর দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 4GB RAM + 128GB স্টোরেজ। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 16,999 টাকা খরচ হবে।
লঞ্চ অফারে প্রথম সেলে 4GB মডেলে 1,000 টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়াও আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ড এবং কোটাক মহীন্দ্রা ব্যাঙ্ক ডেবিট কার্ড ব্যবহার করে Honor 9X কিনলে অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাওয়া যাবে।
Honor 9X ফোনে একটি 6.59 ইঞ্চি ডিসপ্লে থাকবে। ফোনের ভিতরে থাকছে অক্টা-কোর Kirin 710F চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।
Honor 9X ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্স। সঙ্গে থাকছে 16 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Honor 9X ফোনে থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি। Honor 9X ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনের ওজন 196.8 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন