অসাধারণ বৈশিষ্ট্য দ্বারা পরিপূর্ণ হয়ে এসে গিয়েছে Honor-কোম্পানির নতুন হ্যান্ডসেট-Honor GT

ধূলো ও জল প্রতিরোধের জন্য Honor GT-তে একটি IP65-রেটিং দেওয়া হয়েছে

অসাধারণ বৈশিষ্ট্য দ্বারা পরিপূর্ণ হয়ে এসে গিয়েছে Honor-কোম্পানির নতুন হ্যান্ডসেট-Honor GT

Photo Credit: Honor

Honor GT অরোরা গ্রীন, আইস হোয়াইট এবং ফ্যান্টম ব্ল্যাক কালার অপশনে দেওয়া হয়

হাইলাইট
  • Honor GT- Android 15-ভিত্তিক MagicOS 9.0 দ্বারা চালিত
  • হ্যান্ডসেটটির ডিসপ্লের মধ্যে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে
  • ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট আছে
বিজ্ঞাপন

বিগত সোমবার চীনের বাজারে Honor GT-হ্যান্ডসেটকে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটি মূলত অসাধারণ গেমিং-এর অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম। Honor-এর স্মার্টফোনটি একটি Snapdragon 8 Gen 3 চিপসেট সহ 16জিবি পর্যন্ত RAM এবং সর্বোচ্চ 1টিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত করা আছে। Honor GT-ফোনটি 100W- তারযুক্ত চার্জিং সমর্থিত একটি 5,300mAh-ব্যাটারী দ্বারা চালিত। এটি 50মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরা সহ ডুয়াল ক্যামেরা ইউনিট দ্বারা সজ্জিত এবং এটির সামনে একটি 16মেগাপিক্সেলের ক্যামেরা আছে।

Honor GT-এর দাম:

Honor GT-র 12জিবি RAM+ 256জিবি স্টোরেজ যুক্ত মডেলটির দাম CNY2,199 (প্রায় 25,000টাকা)। এছাড়াও 12 জিবি + 512 জিবি, 16 জিবি + 256 জিবি, 16 জিবি + 512 জিবির RAM এবং স্টোরেজ বিকল্পগুলির দাম যথাক্রমে CNY 2399 (প্রায় 29000টাকা), CNY 2899 (প্রায় 32,000টাকা)। অন্যদিকে এই লাইনআপের সর্বোচ্চ মডেলটিতে 16জিবি RAM এবং 1টিবি স্টোরেজ আছে ,যার দাম CNY 3299( প্রায় 38,000টাকা)। এটি অরোরা-গ্রীন, আইস-হোয়াইট এবং ফ্যান্টম ব্ল্যাক রঙের বিকল্পে পাওয়া যাবে।

Honor GT-র স্পেসিফিকেশন:

ডুয়াল ন্যানোসিম সমৃদ্ধ Honor GT-হ্যান্ডসেটটি Android 15-ভিত্তিক MagicOS 9.0 দ্বারা চালিত। এটিতে একটি 6.7 ইঞ্চির Full-HD+ (1,200×,2664পিক্সেল) AMOLED ডিসপ্লে আছে, যেটির PWM ভ্যালু 3840Hz, সর্বাধিক উজ্জ্বলতার ক্ষমতা 1200নিট। এই Oasis আই প্রোটেকশন যুক্ত গেমিং স্ক্রিনটির রিফ্রেশরেট 120Hz। ফোনটি Adreno 750 GPU-এর সাথে একটি অক্টা-কোর Snapdragon 8 Gen 3 SoC দ্বারা চালিত। এটিতে 16জিবি পর্যন্ত RAM এবং 1টিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত করা আছে।তাপ নিয়ন্ত্রন করে ফোনটিকে ঠান্ডা রাখার জন্য একটি নতুন বাষ্প চেম্বার দেওয়া হয়েছে, যেটির ক্ষেত্রফল 5514বর্গ মিমি এবং 9W-এর তাপ নির্গমন পদার্থ থাকছে।

ক্যামেরার ক্ষেত্রে হ্যান্ডসেটটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট আছে যারমধ্যে একটি f/1.95 অ্যাপারচার এবং OIS সমর্থিত 50মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, একটি f/2.2 অ্যাপারচার ও অটোফোকাস সমৃদ্ধ একটি 12মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ম্যাক্রো শুটার আছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এটিতে একটি f/2.45 অ্যাপারচার সহ 16 মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা আছে।

যোগাযোগের জন্য ফোনটিতে ব্লুটুথ 5.3,GPS Galileo GLONASS, Beidou,OTG, NFC Wi-Fi 802.11 a/b/g/n/ac/ax/be এবং একটি USB Type-C-পোর্ট দেওয়া আছে। অনবোর্ড সেন্সরগুলি যেমন - অ্যাক্সিলোমিটার, অ্যাম্বিয়েন্ট-লাইটসেন্সর, ই-কম্পাস, IR-সেন্সর, গ্র্যাভিটি-সেন্সর, জাইরোস্কোপ, লিনিয়ার-মোটর এবং প্রক্সিমিটি-সেন্সর আছে। এছাড়াও নিরাপত্তার জন্য এটির ডিসপ্লের মধ্যে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ধূলো এবং জল থেকে সুরক্ষার জন্য এটিতে IP65-রেটিং আছে।

Honor GT-ফোনটিতে 100W-এর দ্রুত চার্জিং সমর্থিত একটি 5,300mAh ব্যাটারী আছে। কোম্পানি দাবি করেছে যে, ব্যাটারীটি মাত্র 15মিনিটে শূন্য থেকে 60% পর্যন্ত চার্জ হয়। ফোনটির পরিমাপ 161x74.2x7.7মিমি এবং ওজন 196গ্রাম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff
 ...অধিক
        
    
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. প্রায় 4 লক্ষ সিম কার্ড ব্লক করল কেন্দ্রীয় সরকার, কেন এমন পদক্ষেপ জেনে নিন
  2. সেল শুরু, 2,000 টাকা ছাড়ে মিলছে সবচেয়ে পাতলা কোয়াড কার্ভড স্মার্টফোন Vivo T4R 5G
  3. দেশের প্রথম কুলিং ফ্যান যুক্ত ফোন Oppo K13 Turbo লঞ্চ হচ্ছে 11 আগস্ট, থাকবে 7,000mAh ব্যাটারি
  4. লঞ্চের আগেই ফাঁস Samsung Galaxy S25 ফোনের দাম, কবে বাজারে আসবে জেনে নিন
  5. Amazon Great Freedom Festival Sale 2025: অ্যামাজন ফ্রিডম সেলে মাত্র 7,999 টাকায় দুর্দান্ত 5G ফোন কিনুন
  6. সবথেকে সস্তায় 7,000mAh ব্যাটারির ফোন! বাজার কাঁপাতে লঞ্চ হচ্ছে Poco M7 Plus
  7. Vivo Y04s পুরো জলের দরে বাজারে এল, 6,000mAh ব্যাটারি, 64GB স্টোরেজ রয়েছে
  8. গেমিং ফোন এবার সস্তায়, এই সপ্তাহেই লঞ্চ হচ্ছে Infinix GT 30 5G+, BGMI খেলা যাবে 90fps-এ
  9. Honor Play 70 Plus বিশাল 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, এক চার্জে 23 ঘন্টা ভিডিয়ো দেখা যাবে!
  10. এক মাসেই প্রায় 1 কোটি অ্যাকাউন্ট নিষিদ্ধ করল WhatsApp, নিয়ম না মানলে পরের মাসে আপনার পালা
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »