অসাধারণ বৈশিষ্ট্য দ্বারা পরিপূর্ণ হয়ে এসে গিয়েছে Honor-কোম্পানির নতুন হ্যান্ডসেট-Honor GT

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 18 ডিসেম্বর 2024 11:27 IST
হাইলাইট
  • Honor GT- Android 15-ভিত্তিক MagicOS 9.0 দ্বারা চালিত
  • হ্যান্ডসেটটির ডিসপ্লের মধ্যে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে
  • ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট আছে

Honor GT অরোরা গ্রীন, আইস হোয়াইট এবং ফ্যান্টম ব্ল্যাক কালার অপশনে দেওয়া হয়

Photo Credit: Honor

বিগত সোমবার চীনের বাজারে Honor GT-হ্যান্ডসেটকে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটি মূলত অসাধারণ গেমিং-এর অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম। Honor-এর স্মার্টফোনটি একটি Snapdragon 8 Gen 3 চিপসেট সহ 16জিবি পর্যন্ত RAM এবং সর্বোচ্চ 1টিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত করা আছে। Honor GT-ফোনটি 100W- তারযুক্ত চার্জিং সমর্থিত একটি 5,300mAh-ব্যাটারী দ্বারা চালিত। এটি 50মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরা সহ ডুয়াল ক্যামেরা ইউনিট দ্বারা সজ্জিত এবং এটির সামনে একটি 16মেগাপিক্সেলের ক্যামেরা আছে।

Honor GT-এর দাম:

Honor GT-র 12জিবি RAM+ 256জিবি স্টোরেজ যুক্ত মডেলটির দাম CNY2,199 (প্রায় 25,000টাকা)। এছাড়াও 12 জিবি + 512 জিবি, 16 জিবি + 256 জিবি, 16 জিবি + 512 জিবির RAM এবং স্টোরেজ বিকল্পগুলির দাম যথাক্রমে CNY 2399 (প্রায় 29000টাকা), CNY 2899 (প্রায় 32,000টাকা)। অন্যদিকে এই লাইনআপের সর্বোচ্চ মডেলটিতে 16জিবি RAM এবং 1টিবি স্টোরেজ আছে ,যার দাম CNY 3299( প্রায় 38,000টাকা)। এটি অরোরা-গ্রীন, আইস-হোয়াইট এবং ফ্যান্টম ব্ল্যাক রঙের বিকল্পে পাওয়া যাবে।

Honor GT-র স্পেসিফিকেশন:

ডুয়াল ন্যানোসিম সমৃদ্ধ Honor GT-হ্যান্ডসেটটি Android 15-ভিত্তিক MagicOS 9.0 দ্বারা চালিত। এটিতে একটি 6.7 ইঞ্চির Full-HD+ (1,200×,2664পিক্সেল) AMOLED ডিসপ্লে আছে, যেটির PWM ভ্যালু 3840Hz, সর্বাধিক উজ্জ্বলতার ক্ষমতা 1200নিট। এই Oasis আই প্রোটেকশন যুক্ত গেমিং স্ক্রিনটির রিফ্রেশরেট 120Hz। ফোনটি Adreno 750 GPU-এর সাথে একটি অক্টা-কোর Snapdragon 8 Gen 3 SoC দ্বারা চালিত। এটিতে 16জিবি পর্যন্ত RAM এবং 1টিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত করা আছে।তাপ নিয়ন্ত্রন করে ফোনটিকে ঠান্ডা রাখার জন্য একটি নতুন বাষ্প চেম্বার দেওয়া হয়েছে, যেটির ক্ষেত্রফল 5514বর্গ মিমি এবং 9W-এর তাপ নির্গমন পদার্থ থাকছে।

ক্যামেরার ক্ষেত্রে হ্যান্ডসেটটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট আছে যারমধ্যে একটি f/1.95 অ্যাপারচার এবং OIS সমর্থিত 50মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, একটি f/2.2 অ্যাপারচার ও অটোফোকাস সমৃদ্ধ একটি 12মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ম্যাক্রো শুটার আছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এটিতে একটি f/2.45 অ্যাপারচার সহ 16 মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা আছে।

যোগাযোগের জন্য ফোনটিতে ব্লুটুথ 5.3,GPS Galileo GLONASS, Beidou,OTG, NFC Wi-Fi 802.11 a/b/g/n/ac/ax/be এবং একটি USB Type-C-পোর্ট দেওয়া আছে। অনবোর্ড সেন্সরগুলি যেমন - অ্যাক্সিলোমিটার, অ্যাম্বিয়েন্ট-লাইটসেন্সর, ই-কম্পাস, IR-সেন্সর, গ্র্যাভিটি-সেন্সর, জাইরোস্কোপ, লিনিয়ার-মোটর এবং প্রক্সিমিটি-সেন্সর আছে। এছাড়াও নিরাপত্তার জন্য এটির ডিসপ্লের মধ্যে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ধূলো এবং জল থেকে সুরক্ষার জন্য এটিতে IP65-রেটিং আছে।

Honor GT-ফোনটিতে 100W-এর দ্রুত চার্জিং সমর্থিত একটি 5,300mAh ব্যাটারী আছে। কোম্পানি দাবি করেছে যে, ব্যাটারীটি মাত্র 15মিনিটে শূন্য থেকে 60% পর্যন্ত চার্জ হয়। ফোনটির পরিমাপ 161x74.2x7.7মিমি এবং ওজন 196গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Honor GT, Honor GT Price, Honor GT Specifications
রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 8,300mAh ব্যাটারির সঙ্গে OnePlus Ace 6T ডিসেম্বর 3 লঞ্চ হচ্ছে, থাকছে 165Hz ডিসপ্লে
  2. Realme C85 5G কাল ভারতে আসছে, এত সস্তায় 144Hz ডিসপ্লে, 7,000mAh ব্যাটারির ফোন বিশ্বাস হবে না
  3. Oppo A6x স্মার্টফোনের দাম ফাঁস, সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে ভারতে লঞ্চ হবে
  4. বাজেট ফোন Redmi 15C 5G ডিসেম্বরে ভারতে আসছে, লঞ্চ ডেট ঘোষণা হল, দাম কত হবে জেনে নিন
  5. Xiaomi 17 Ultra দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে বাজারে আসছে, DSLR যুগ কি শেষ?
  6. Nothing Phone 3a Lite স্টাইলিশ লুকস ও স্মার্ট ফিচার্স নিয়ে কম দামে ভারতে লঞ্চ হল
  7. এত কম দামে ফোল্ডেবল ফোন! 60,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Samsung Galaxy Z Fold 6
  8. Redmi 15C এর দাম ভারতে আসার আগেই ফাঁস, কম দামে 6,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা থাকবে
  9. Realme P4x ডিসেম্বর 4 লঞ্চ হচ্ছে, থাকবে 144Hz ডিসপ্লে ও 7,000mAh ব্যাটারি, 120 FPS-এ গেম খেলা যাবে
  10. Poco F8 Pro ও Poco F8 Ultra বাজার কাঁপিয়ে লঞ্চ হল, প্রসেসর, ক্যামেরা, এবং ফিচার্সে চমক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.