Honor চীনের বাজারে Honor GT হ্যান্ডসেটটি লঞ্চ করেছে। কোম্পানি তাদের এই নতুন সংস্করণটি উন্নতমানের গেম খেলার উপর লক্ষ্য করে নির্মাণ করেছে। Honor GT- হ্যান্ডসেটটিতে Snapdragon 8 Gen 3 চিপসেট সহ এটিতে 16 জিবি পর্যন্ত RAM এবং সর্বাধিক 1টিবি পর্যন্ত স্টোরেজ অন্তর্ভুক্ত করা হয়েছে