টিজ করা হলো Honor কোম্পানির প্রত্যাশিত একটি হ্যান্ডসেটের ডিজাইন : Honor 100 GT
Honor কোম্পানি নিশ্চিত করেছে যে তারা Honor GT-এর কিছু প্রোডাক্ট খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে। এই প্রোডাক্টগুলির মধ্যে একটি Honor 100 GT হবে বলে অনুমান করা হচ্ছে। Honor 100 GT, Honor 90 GT-এর উত্তরসূরী হিসেবে উন্মোচিত হতে পারে, যেটি 2023 সালে লঞ্চ করা হয়েছিল। আসন্ন হ্যান্ডসেটটির সম্মন্ধে বেশ কিছু বিবরণ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে