Realme 16 Pro+ 5G চলবে Snapdragon প্রসেসরে, যা প্রতিদ্বন্দ্বী ফোনগুলির চিপসেটের থেকে বেশি শক্তিশালী বলে দাবি করছে রিয়েলমি।
Photo Credit: Realme
Realme 15 Series launched in July, 2025
2026 সালের শুরুতেই বড় ধামাকা নিয়ে হাজির হচ্ছে রিয়েলমি। সংস্থাটি জানুয়ারি মাসে Realme 16 Pro সিরিজ ভারতে আনবে বলে আশা করা হচ্ছে। লঞ্চের তারিখ এখনও ঘোষণা না করলেও, এই লাইনআপের স্পেসিফিকেশন একে একে প্রকাশ করছে চাইনিজ ব্র্যান্ডটি। এই সিরিজে Realme 16 Pro 5G ও Realme 16 Pro+ 5G আসতে পারে। এখন রিয়েলমির ওয়েবসাইট থেকে টপ-এন্ড Pro+ মডেলটির বৈশিষ্ট্য প্রকাশ্যে এসেছে। এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এটি 10x জুম সাপোর্ট করবে। ডিভাইসটি Snapdragon প্রসেসরে চলবে যা প্রতিদ্বন্দ্বী ফোনগুলির চিপসেটের থেকে বেশি শক্তিশালী বলে দাবি করছে রিয়েলমি।
রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইটে Realme 16 Pro+ 5G-এর লিস্টিং লাইভ হয়েছে। এই সিরিজের ফোনে সংজ্ঞা পাল্টে দেওয়া পোট্রেট ক্লারিটি, নেক্সট জেনারেশন মাস্টার ডিজাইন, ও টপ-টিয়ার পারফরম্যান্স থাকার উল্লেখ করেছে সংস্থা। টপ মডেলের পিছনে তিনটি ক্যামেরা থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। এটি 1x থেকে 10x পোট্রেট জুম অফার করবে।
Realme 16 Pro+ 5G মডেলে AI Edit Genie 2.0 থাকবে। এটি আসলে ভয়েস কমান্ডের মাধ্যমে ছবি এডিট করার ফিচার। এর মাধ্যমে স্ক্রিন স্পর্শ না করে মুখে বলে ফটো ইচ্ছামতো এডিট করা যেতে পারে। স্মার্টফোনটি Snapdragon চিপসেট ব্যবহার করছে৷ তবে ঠিক কোন মডেল তা এখনও জানা যায়নি। সংস্থার দাবি, এটি প্রতিদ্বন্দ্বী ফোনগুলিতে ব্যবহৃত Snapdragon 7 Gen 4-এর থেকেও শক্তিশালী। এমনকি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে প্রসেসরটির তুলনায় বেশি স্কোর করেছে।
রিয়েলমি 16 প্রো+ কেমন ক্ষমতার ব্যাটারির সঙ্গে আসবে, তা এখনও প্রকাশ হয়নি। তবে কোম্পানির দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ডিভাইসটি সর্বোচ্চ 9.3 ঘন্টা গেমিং, 20.8 ঘন্টা ইনস্টাগ্রাম স্ক্রোলিং, 21 ঘন্টা ইউটিউব ভিডিও প্লেব্যাক, ও 125 ঘন্টা স্পটিফাই-তে মিউজিক চালাতে পারবে। অর্থাৎ, দীর্ঘ সময় ধরে বিভিন্ন কাজে অসাধারণ ব্যাটারি ব্যাকআপ প্রদান করবে।
প্রসঙ্গত, Realme Narzo 70 সিরিজ ভারতে ডিসেম্বর 16 লঞ্চ হচ্ছে৷ এই লাইনআপে Realme Narzo 90 5G ও Realme Narzo 90x 5G আসবে। আসন্ন ফোনগুলি অ্যামাজনে বিক্রি হবে৷ উভয় মডেলে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 60W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7,000mAh ব্যাটারি পাওয়া যাবে৷ এআই এডিট জেনি, এআই এডিটর, এআই ইরেজার, এবং এআই আল্ট্রা ক্লারিটির মতো AI টুলস মিলবে৷ স্ট্যান্ডার্ড মডেলে IP66, IP68, ও IP69-স্তরের জল ও ধুলো প্রতিরোধী ক্ষমতা, বাইপাস চার্জিং এবং রিভার্স চার্জিং ফিচার থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Redmi Turbo 5, Redmi Turbo 5 Pro to Be Equipped With Upcoming MediaTek Dimensity Chips, Tipster Claims