Vivo S50-এর ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা থাকবে।
Photo Credit: Vivo
Vivo S50 will be available in four colorways
Vivo S50 এবং Vivo S50 Pro Mini যে ডিসেম্বর 15 চীনে লঞ্চ হচ্ছে, তা ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে। ফোনগুলি Vivo X300 সিরিজের তুলনায় কম দামে ফ্ল্যাগশিপ ফিচার্সের সঙ্গে বাজারে এন্ট্রি নেবে। উভয় স্মার্টফোন ভিন্ন নামে ভারতে আসবে বলে আশা করা হচ্ছে। Vivo S50 Pro Mini ভ্যারিয়েন্টের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনগুলি প্রকাশ হলেও, স্ট্যান্ডার্ড S50-এর হার্ডওয়্যার বা কনফিগারেশন সম্পর্কে বিশেষ কিছু জানায়নি সংস্থা। তবে এখন অফিসিয়াল লঞ্চের মাত্র কয়েকদিন বাকি থাকতেই, Vivo S50 মডেলটির সমস্ত স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে। ডিভাইসটি Snapdragon 8s Gen 3 চিপসেটের সঙ্গে লঞ্চ হবে। ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে।
চীনা টেলিকমের লিস্টিং অনুসারে, Vivo S50-এর ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা থাকবে। সেটআপের প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের হবে। এতে Sony LYT700V 1/1.56 ইঞ্চি সেন্সর থাকতে পারে। বাকি দুই ক্যামেরা হল 50 মেগাপিক্সেল Sony IMX882 (পেরিস্কোপ টেলিফটো) লেন্স, এবং একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য, একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে।
ভিভো এস50-এর সামনে 6.59 ইঞ্চি OLED ডিসপ্লে থাকবে। এটি 1.5K রেজোলিউশন (2,750 x 1,260 পিক্সেল) এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। ফোনটি স্ন্যাপড্রাগন 8এস জেন 3 প্রসেসর দ্বারা চালিত হবে। এটি LPDDR4x র্যাম ও UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত থাকবে।
হ্যান্ডসেটটি 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ, ও 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসতে পারে। এতে পাওয়ার ব্যাকআপের জন্য 6,500mAh ব্যাটারি মিলবে, যা 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি Android 16-নির্ভর ColorOS 16 কাস্টম সফটওয়্যারে রান করবে।
Vivo S50 মডেলে IP68 + IP69 স্তরের জল ও ধুলো প্রতিরোধী ক্ষমতা থাকবে। এটি কনফেশন হোয়াইট, ইন্সপিরেশন পার্পল, সিরিন ব্লু, ও স্পেস ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে। ফোনের ফ্রেমে এরোস্পেস-গ্রেড অ্যালুমিনিয়াম ব্যবহার করা হবে, যা মহাকাশযান এবং বিমানের কাঠামো ও যন্ত্রাংশ বানানোর কাজে লাগে।
জল্পনা শোনা যাচ্ছে যে Vivo S50 গ্লোবাল মার্কেটে Vivo V70 নামে বিক্রি হবে। তবে এটি Snapdragon 7 Gen 4 চিপসেটের সঙ্গে আসতে পারে। অন্য দিকে, Vivo S50 Pro Mini চীনের বাইরে X300 FE নামে রিব্র্যান্ড হবে বলে আশা করা হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Vivo S50 and Vivo S50 Pro Mini Spotted on China Telecom Website Ahead of December 15 Launch
Tomb Raider Catalyst, Divinity, Star Wars Fate of the Old Republic: Everything Announced at The Game Awards
The Rookie Season 7 OTT Release Date: When and Where to Watch it Online?