Vivo S50 ফোনটির অভ্যন্তরে Snapdragon 8s Gen 3 প্রসেসর ব্যবহার হতে পারে।
Photo Credit: Vivo
Vivo S50 will be available in a Confession White colour
Vivo S50 Series ডিসেম্বরে চীনে লঞ্চ হচ্ছে। সংস্থা এই লাইনআপের অধীনে দু'টি দুর্দান্ত ফোন বাজারে আনছে — Vivo S50 ও Vivo S50 Pro Mini। অফিসিয়াল লঞ্চ হওয়ার আগে, সংস্থাটি স্ট্যান্ডার্ড মডেলটির বেশ কিছু ডিটেলস এবং কালার অপশন প্রকাশ করেছে। Vivo S50 এর রিয়ার ক্যামেরা সেটআপের দুই সেন্সর Sony থেকে নেওয়া হয়েছে। এই ফোনে IP68 + IP69-স্তরের জল ও ধুলো প্রতিরোধী ক্ষমতা থাকবে। উল্লেখযোগ্য বিষয় হল ডিভাইসটি ভারতে Vivo V70 নামে আসতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে। তবে ভারতীয় ক্রেতাদের জন্য বেশ কিছু বৈশিষ্ট্য কাস্টমাইজ হতে পারে।
Vivo S50 মোট চারটি রঙে উপলব্ধ হবে। ডিভাইসটির সাদা রঙের পোশাকি নাম কনফেশন হোয়াইট৷ এছাড়াও, ইন্সপিরেশন পার্পল, সিরিন ব্লু, এবং স্পেস ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ হবে। স্মার্টফোনটিতে এরোস্পেস-গ্রেড অ্যালুমিনিয়াম ব্যবহার হবে, যা একটি বিশেষ ধরনের অ্যালুমিনিয়াম সংকর ধাতু। এটি বিমান ও মহাকাশযানের কাঠামো ও যন্ত্রাংশ বানানোর কাজে লাগে।
Vivo S50 এর ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল Sony IMX882 1/1.95 ইঞ্চি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল Sony LYT700V 1/1.56 ইঞ্চি প্রাইমারি ক্যামেরা সেন্সর পাওয়া যাবে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে। ফোনটি Android 16-নির্ভর OriginOS 6 কাস্টম সফটওয়্যারে রান করবে।
টেক ব্লগার আনভিন দাবি করেছেন, ফোনটির সামনে 6.59 ইঞ্চি ফ্ল্যাট OLED ডিসপ্লে থাকবে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে। ফোনটির অভ্যন্তরে Snapdragon 8s Gen 3 প্রসেসর ব্যবহার করা হবে। এটি 16 জিবি পর্যন্ত LPDDR4x র্যাম এবং 512 জিবি UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত থাকবে। এতে পাওয়ার ব্যাকআপের জন্য 6,500mAh ব্যাটারি থাকবে। ব্যাটারিটি 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন