Vivo S50 Pro Mini এর ডিজাইন ও স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।
Photo Credit: Vivo
Vivo S50 Pro Mini is expected to launch in india as Vivo X300 FE
Vivo S50 সিরিজ ডিসেম্বরে চীনে লঞ্চ হচ্ছে। সংস্থা এই লাইনআপের অধীনে একজোড়া নতুন ফোন বাজারে আনতে চলেছে — Vivo S50 এবং Vivo S50 Pro Mini। অফিসিয়াল লঞ্চ হওয়ার আগে, এখন প্রো মিনি ভার্সনের বেশ কিছু মেজর স্পেসিফিকেশন প্রকাশ করেছে ভিভো। ডিভাইসটি Qualcomm-এর নতুন Snandragon 8 Gen 5 প্রসেসর দ্বারা পরিচালিত হবে। এটিও একটি ফ্ল্যাগশিপ স্তরের প্রসেসর যা সাশ্রয়ী মূল্যের প্রিমিয়াম ফোনে ব্যবহৃত হবে। Vivo S50 Pro Mini এর ডিজাইনও সামনে এসেছে। এতে iPhone Air-এর মতো দেখতে ক্যামেরা মডিউল রয়েছে। ফোনটি ভারত সহ গ্লোবাল মার্কেটে Vivo X300 FE নামে আসতে পারে।
ভিভোর এক আধিকারিক Vivo S50 Pro Mini এর মেজর স্পেসিফিকেশন প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ফোনটি 6.31 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে আসবে। অর্থাৎ, এটি কম্প্যাক্ট ডিজাইন অফার করবে। হ্যান্ডসেটটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত থাকবে। এটি একটি বড় প্রাইমারি সেন্সর ও 50 মেগাপিক্সেল Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো লেন্স দিয়ে গঠিত হবে।
ভিভো এস50 প্রো মিনি এর সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। আসন্ন স্মার্টফোনটি ব্র্যান্ডের দামি ফ্ল্যাগশিপ মডেলগুলির মতো ফুল ফোকাল লেংথ জুম অফার করবে। এই হ্যান্ডসেটে শক্তি সরবরাহ করবে স্ন্যাপড্রাগন 8 জেন 5 প্রসেসর, যার সঙ্গে LPDDR5X Ultra র্যাম থাকবে। এটি সর্বাধিক 9,600 এমবিপিএস গতি দিতে সক্ষম৷ এর সঙ্গে UFS 4.1 স্টোরেজ থাকবে।
এই প্রথমবার Vivo S সিরিজের কোনও স্মার্টফোনে লেটেস্ট ফ্ল্যাগশিপ Snapdragon প্রসেসর ব্যবহার হবে। ভিভো দাবি করছে, ডিভাইসটি AnTuTu বেঞ্চমার্কে 30 লাখের বেশি পয়েন্ট অর্জন করেছে। এর হ্যাপটিক্স একটি X-অ্যাক্সিস লিনিয়ার মোটর হ্যান্ডেল করবে। বায়োমেট্রিক সেফটির জন্য, 3D আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।
Vivo S50 Pro Mini মডেলটি IP68 + IP69 স্তরের জল ও ধুলোরোধী ক্ষমতার সঙ্গে আসবে। এছাড়াও, সংস্থা ব্যাটারি স্পেসিফিকেশন নিশ্চিত করেছে। ফোনটিতে 6,500mAh 'ব্লু সি' ব্যাটারি থাকবে যা 90W ওয়্যার্ড ও 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
প্রসঙ্গত, Vivo X300 সিরিজ ডিসেম্বর 2 দুপুর 12টায় আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হবে। Vivo X300 এবং X300 Pro অক্টোবরে চীন ও গ্লোবাল মার্কেটে রিলিজ হয়েছে। উভয় ফোনের সবথেকে বড আকর্ষণ হল ক্যামেরা সেটআপ। ফোনগুলিতে জার্মান অপটিক্যাল জায়েন্ট Zeiss-এর ইমেজিং সিস্টেম, 200 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ও MediaTek Dimensity 9500 প্রসেসর আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন