Redmi 15C 5G দু'টি মেজর Android OS আপগ্রেড এবং 4 বছর সিকিউরিটি আপডেট পাবে।
Redmi 15C 5G is available in India in three colorways
ভারতে লঞ্চ হওয়ার এক সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পর Redmi 15C 5G স্মার্টফোনের সেল আজ শুরু হল। রেডমির এই নতুন স্মার্টফোন কম বাজেটের মধ্যে বেশ কিছু দারুণ ফিচার্সের সঙ্গে বাজারে এসেছে। যেগুলোর মধ্যে প্রথমেই 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ শক্তিশালী 6,000mAh ব্যাটারির কথা বলতে হয়। ফোনের সামনে 6.9 ইঞ্চির ডিসপ্লে রয়েছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। এতে 8 জিবি পর্যন্ত র্যাম পাওয়া যাবে। ডিভাইসটি জল ও ধুলো থেকে IP64 স্তরের প্রটেকশন প্রদান করে। আপনি কি Redmi 15C 5G কেনার পরিকল্পনা করছেন? তাহলে চলুন ফোনটির দাম সহ খুঁটিনাটি তথ্য দেখে নেওয়া যাক।
Redmi 15C 5G এর দাম 12,499 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ আছে। অন্য দিকে, 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম যথাক্রমে 13,999 টাকা ও 15,499 টাকা। হ্যান্ডসেটটি তিনটি রঙে উপলব্ধ — মিডনাইট ব্ল্যাক, মুনলাইট ব্লু, ও ডাস্ক পার্পেল। আপনি শাওমির ওয়েবসাইট, Amazon, এবং রিটেল স্টোর থেকে কিনতে পারবেন।
রেডমি 15সি 5G-এর সামনে 6.9 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ 810 নিট ব্রাইটনেস, HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল), DC ডিমিং, ও 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সমর্থন করে। ফোনটির স্ক্রিন TUV Rheinland এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, ও সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড।
ফটোগ্রাফির জন্য, ডিভাইসটির ব্যাক প্যানেলে f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল AI ডুয়েল ক্যামেরা ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও চ্যাট করার জন্য, Redmi 15C 5G এর সামনে f/2.0 অ্যাপারচারযুক্ত 8 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।
রেডমির নতুন ফোনে 6 ন্যানোমিটার প্রসেসে নির্মিত MediaTek Dimensity 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 8 জিবি LPDDR4x র্যাম এবং 128 জিবি পর্যন্ত UFS 2.2 স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনটির র্যাম ভার্চুয়ালি 16 জিবি (8 জিবি + 8 জিবি) পর্যন্ত বাড়ানো যাবে। এছাড়া, প্রথমেই বলেছি যে ফোনে 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Redmi 15C সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে এসেছে। আবার সিকিউরিটির জন্য ফেস আনলক অপশনও আছে। জানিয়ে রাখি, শাওমি দু'টি মেজর Android অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং 4 বছর সিকিউরিটি আপডেট প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন