Redmi 15C 5G ফোনে IP64 সার্টিফিকেশন থাকার কারণে জল ও ধুলো থেকে নির্দিষ্ট সীমা পর্যন্ত সুরক্ষা পাওয়া যাবে।
Redmi 15C 5G available in India in three color options
Redmi 15C 5G বুধবার ভারতে লঞ্চ হয়েছে। রেডমির এই নতুন বাজেট স্মার্টফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ শক্তিশালী 6,000mAh ব্যাটারি রয়েছে। ফোনটির সামনে 6.9 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটি MediaTek Dimensity 6300 প্রসেসর দ্বারা পরিচালিত ও 8 জিবি পর্যন্ত র্যামের সঙ্গে যুক্ত। Redmi 15C 5G মডেলটি IP64 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী ক্ষমতার সঙ্গে এসেছে। সিকিউরিটির জন্য, এতে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান। শাওমি দু'টি মেজর Android অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং 4 বছর সিকিরিটি আপডেট প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।
Redmi 15C 5G ফোনটির 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ তথা বেস মডেলের দাম 12,499 টাকা রাখা হয়েছে। অন্য দিকে, 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 13,999 টাকা ও 15,499 টাকা ধার্য করেছে রেডমি। ফোনটি মিডনাইট ব্ল্যাক, মুনলাইট ব্লু, ও ডাস্ক পার্পেল রঙের বিকল্পে এসেছে। Amazon, Xiaomi ইন্ডিয়ার ওয়েবসাইট, ও সংস্থার রিটেল স্টোরে ডিসেম্বর 11 থেকে সেল শুরু হবে।
রেডমি 15সি 5G বড় 6.9 ইঞ্চি এলসিডি ডিসপ্লের সঙ্গে এসেছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট, সর্বোচ্চ 810 নিট ব্রাইটনেস, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, DC ডিমিং, এবং HD+ রেজোলিউশ (720 x 1,600 পিক্সেল) সাপোর্ট করে। ফোনটির স্ক্রিন TUV Rheinland এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, ও সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড। এই ফোন Android 15 অপারেটিং সিস্টেম নির্ভর HyperOS 2 কাস্টম সফটওয়্যারে রান করে।
রেডমির নতুন ফোনে 6 ন্যানোমিটার প্রসেসে নির্মিত মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 8 জিবি LPDDR4x র্যাম এবং 128 জিবি পর্যন্ত UFS 2.2 স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনটির র্যাম ভার্চুয়ালি 16 জিবি (8 জিবি + 8 জিবি) পর্যন্ত বৃদ্ধি করা যাবে। ছবি ও ভিডিও তোলার জন্য, হ্যান্ডসেটটির ব্যাক প্যানেলে f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল AI ডুয়েল ক্যামেরা ক্যামেরা আছে।
সেলফি ও ভিডিও চ্যাট করার জন্য, Redmi 15C 5G এর সামনে f/2.0 অ্যাপারচারযুক্ত একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ডিভাইসে পাওয়ারফুল 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য, নতুন স্মার্টফোনটির পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। সঙ্গে ফেস আনলক অপশনও বর্তমান।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Google Photos 2025 Recap Rolls Out With Your Most Memorable Photo and Video Moments