OnePlus 15R Ace Edition অ্যামাজন ও ওয়ানপ্লাস ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে কেনা যাবে।
Photo Credit: OnePlus
OnePlus 15R Ace Edition স্ট্যান্ডার্ড OnePlus 15R and Pad Go 2 ট্যাবের সঙ্গে লঞ্চ হবে
OnePlus 15R ভারতে ডিসেম্বর 17 লঞ্চ হচ্ছে। এটি OnePlus 15 মডেলটির পর সংস্থার আরও একটি হাই-পারফরম্যান্স ফোন। তবে এটি "আল্টিমেট ভ্যালু" ফ্ল্যাগশিপ মডেল হবে। অর্থাৎ, তুলনামূলকভাবে সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম ফিচার্স অফার করবে। আবার OnePlus 15R Ace Edition একই তারিখে এ দেশে রিলিজ হবে বলে ঘোষণা করেছে কোম্পানি, যা আসলে ইলেকট্রিক ভায়োলেট কালার অপশন। পূর্বে চারকোল ব্ল্যাক ও মিন্ট গ্রীন রঙ নিশ্চিত করেছিল ওয়ানপ্লাস। আজকের ঘোষণা করা এডিশনটি তৃতীয় বিকল্প হিসেবে আসছে। OnePlus 15R Ace Edition শুধুমাত্র বাহ্যিক দিক থেকে আলাদা হবে। মূল হার্ডওয়্যার বা স্পেসিফিকেশন অপরিবর্তিত থাকবে। স্মার্টফোনটি 7,400mAh ব্যাটারির সঙ্গে দেশে আসছে।
OnePlus 15R Ace Edition-এর পিছনে ফাইবারগ্লাস প্যানেল ব্যবহার হবে বলে জানানো হয়েছে। রিয়ার প্যানেলে একটি বিশেষ ধরনের কোটিংয়ের মধ্যে "Ace" শব্দটি খোদাই করা থাকবে। এই কালার ভ্যারিয়েন্টের সঙ্গে OnePlus Ace 6T মডেলের ইলেকট্রিক ভায়োলেট অপশনের মিল খুঁজে পাওয়া যাচ্ছে। ফোনটি ডিসেম্বর 3 চীনে লঞ্চ হয়েছিল। আসন্ন OnePlus 15R আসলে Ace 6T-এর রিব্র্যান্ডেড ভার্সন হবে বলেই মনে করা হচ্ছে।
সংস্থা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছে, ওয়ানপ্লাস 15আর এস এডিশন অ্যামাজন ও ওয়ানপ্লাস ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে কেনা যাবে। এটি স্ট্যান্ডার্ড ওয়ানপ্লাস 15আর ও ওয়ানপ্লাস প্যাড গো 2 ট্যাবের সঙ্গে একই দিন প্রকাশিত হবে। ব্যাক প্যানেলে নতুনত্ব ছাড়া ফোনটিতে আর কোনও আপগ্রেড থাকবে না।
OnePlus 15R Ace Edition স্ট্যান্ডার্ড মডেলের মতো 7,400mAh ব্যাটারির সঙ্গে আসছে। সংস্থা দাবি করছে, এটি চার বছর ব্যবহারের পরেও কমপক্ষে 80 শতাংশ ক্ষমতা ধরে রাখতে সক্ষম হবে। ব্যাটারিটি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি দেশের প্রথম Snapdragon 8 Gen 5 প্রসেসর-যুক্ত স্মার্টফোন হতে চলেছে। প্রাইমারি প্রসেসরের সঙ্গে G2 WiFi চিপ ও একটি টাচ রেসপন্স চিপ যুক্ত থাকবে।
স্মার্টফোনটির সামনে AMOLED ডিসপ্লে থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। এটি 165 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, 1,800 নিট পিক ব্রাইটনেস, এবং 450 পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করবে। স্ক্রিন TUV Rheinland Eye Care 5.0 সার্টিফিকেশন পেয়েছে, যা চোখের সুরক্ষা নিশ্চিত করবে।
এছাড়াও, ওয়ানপ্লাস জানিয়েছে যে আপকামিং ফোনটি জল ও ধুলো থেকে IP66, IP68, IP69, ও IP69K-স্তরের প্রটেকশন প্রদান করবে। ডিভাইসটি ডুয়াল ব্যাক ক্যামেরা সেটআপ পেয়েছে। পিছনের ক্যামেরা দিয়ে 120 ফ্রেম প্রতি সেকেন্ডে (FPS) 4K ভিডিও রেকর্ড করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Murder Report (2025): A Dark Korean Crime Thriller Now Streaming on Prime Video
12A Railway Colony Now Streaming on Amazon Prime Video: What You Need to Know