OnePlus 15R-এর ব্যাটারি উচ্চ ক্ষমতাসম্পন্ন করতে সিলিকন ন্যানোস্ট্যাক প্রযুক্তি ব্যবহার হয়েছে।
Photo Credit: OnePlus
OnePlus 15R is coming with a 7,400mAh battery
OnePlus 15R ভারতে ডিসেম্বর 17 আসতে চলেছে। OnePlus 15 মডেলটির পর এটি সংস্থার আরও একটি হাই-পারফরম্যান্স ফোন। ওয়ানপ্লাস একে "আল্টিমেট ভ্যালু ফ্ল্যাগশিপ হিসেবে বর্ণনা করছে। অর্থাৎ, ফোনটি ফ্ল্যাগশিপ-স্তরের ফিচার প্রদান করবে। কিন্তু দাম হবে তুলনামূলকভাবে কম। অফিসিয়াল লঞ্চ হওয়ার আগে OnePlus 15R এর বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন নিশ্চিত করেছে কোম্পানি। স্মার্টফোনটি 7,400mAh ব্যাটারির সঙ্গে এ দেশে আসবে, যা OnePlus 15-এর 7,300mAh ব্যাটারির থেকেও শক্তিশালী। ডিভাইসটি চীনের বাইরে ওয়ানপ্লাসের সবথেকে বড় ব্যাটারি-যুক্ত মডেল হতে চলেছে। চলুন দেখে নিই আর কী কী তথ্য প্রকাশিত হয়েছে।
ওয়ানপ্লাস 15আর বিশাল 7,400mAh ব্যাটারির সঙ্গে আসছে। সংস্থা দাবি করছে, এটি চার বছর ব্যবহারের পরেও কমপক্ষে 80 শতাংশ ক্ষমতা ধরে রাখতে সক্ষম হবে। ব্যাটারি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আবার একে উচ্চ ক্ষমতাসম্পন্ন করতে সিলিকন ন্যানোস্ট্যাক প্রযুক্তি ব্যবহার হয়েছে, যেখানে সিলিকনের পরিমাণ 15 শতাংশ। প্রসঙ্গত, সম্প্রতি চীনে লঞ্চ করা OnePlus Ace 6T ফ্ল্যাগশিপে 8,300mAh ব্যাটারি আছে, যা সংস্থার ইতিহাসে বৃহত্তম।
OnePlus 15R ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত। ব্যাক ক্যামেরা 120 ফ্রেম প্রতি সেকেন্ডে (FPS) 4K ভিডিও রেকর্ড করবে। ক্যামেরা সেন্সরগুলি একটি আয়তকার মডিউলের মধ্যে অবস্থিত, যার মধ্যে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকতে পারে।
স্মার্টফোনটির সামনে 1.5K রেজোলিউশন এবং 165 হার্টজ রিফ্রেশ রেট-সহ AMOLED ডিসপ্লে থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। স্ক্রিনের ব্রাইটনেস সর্বোচ্চ 1,800 নিট বৃদ্ধি পেতে পারে। আবার উজ্জ্বলতা 1 নিট পর্যন্ত নামানো সম্ভব। এটি TUV Rheinland Eye Care 5.0 সার্টিফিকেশন পেয়েছে, যা নির্দেশ করে যে স্ক্রিনটি চোখের সুরক্ষা নিশ্চিত করবে।
OnePlus 15R ভারতের প্রথম Snapdragon 8 Gen 5 প্রসেসর চালিত স্মার্টফোন হতে চলেছে। এই প্রাইমারি প্রসেসরের সঙ্গে G2 ওয়াই-ফাই চিপ এবং একটি টাচ রেসপন্স চিপ যুক্ত থাকবে। ফোনটিতে Plus Mind নামে সংস্থার নিজস্ব AI টেকনোলজি থাকবে। এটি স্ক্রিনে থাকা তথ্য থেকে ক্যালেন্ডার ইনভাইট তৈরি করতে পারে। এছাড়াও, প্রয়োজনের সময় তথ্য খুঁজে পেতে সাহায্য করবে।
OnePlus 15R ভারতে চারকোল ব্ল্যাক ও মিন্টি গ্রীন কালার অপশনে উপলব্ধ হবে। ওয়ানপ্লাস জানিয়েছে, এটি সবচেয়ে ডিউরেবল স্মার্টফোনগুলির মধ্যে একটি হবে। এতে IP66, IP68, IP69, এবং IP69K-স্তরের জল এবং ধুলোরোধী রেটিং থাকবে, যা নির্দেশ করে যে ডিভাইসের ভিতরে জল বা ধুলো প্রবেশ করতে পারবে না।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Vivo S50, Vivo S50 Pro Mini Launch Date Announced; Colour Options Revealed
Starlink Subscription Price in India Revealed as Elon Musk-Led Firm Prepares for Imminent Launch