Nothing Phone 4a সিরিজের দুই মডেলেই 12 জিবি র্যাম এবং 256 জিবি অনবোর্ড স্টোরেজ থাকবে।
Nothing Phone 3a Pro launched in India in March, 2024
2025 সালের অন্তিম পর্বে এসে Nothing Phone 4a এবং Phone 4a Pro সম্পর্কিত বড় তথ্য ফাঁস হয়েছে। Nothing Phone 3a Community Edition এই সপ্তাহে ভারত-সহ বিশ্বজুড়ে লঞ্চ হয়েছে। স্পেশাল এডিশন মডেলটির মাত্র 1000 পিস বিক্রি করবে সংস্থা। নাথিং এবার তাদের নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন সিরিজের উপর কাজ শুরু করেছে। ফাঁস হওয়া তথ্য অনুসারে, Nothing Phone 4a এবং Phone 4a Pro উভয় Qualcomm Snapdragon 7 সিরিজের চিপসেট ব্যবহার করবে। ফোনগুলি চারটি রঙের বিকল্পে বাজারে আসতে পারে। ফোনগুলির পাশাপাশি Nothing Headphone (1) হেডসেট আত্মপ্রকাশ করবে।
জানা গিয়েছে, Nothing Phone 4a ও Phone 4a Pro ফোনগুলি Snapdragon 7s সিরিজের প্রসেসর ব্যবহার করবে। এটি সম্ভবত লেটেস্ট Gen 4 সিরিজের চিপ। প্রসঙ্গত, Phone 3 এবং Phone 3a Pro উভয় মডেলে Snapdragon 7s Gen 3 প্রসেসর রয়েছে। দাবি সত্যি হলে, উত্তরসূরী সিরিজের দুই ফোনে আলাদা প্রসেসর দেখা যাবে।
টপ মডেল হওয়ার ফলে Nothig Phone 4a Pro ই-সিম সাপোর্টের সঙ্গে আসবে। অর্থাৎ, এতে ফিজিক্যাল সিম না ঢুকিয়েই কল, ডেটা, ও অন্যান্য নেটওয়ার্ক পরিষেবা উপভোগ করা যাবে। হ্যান্ডসেটগুলি চারটি রঙে আসতে পারে — কালো, নীল, গোলাপি, এবং সাদা। তবে সূত্র জানায়নি, রঙগুলি দু'টি মডেলেই মিলবে, নাকি কিছু রঙ শুধু একটা মডেলের জন্য আলাদা রাখা হবে।
Nothing Phone 4a সিরিজ 12 জিবি র্যাম এবং 256 জিবি অনবোর্ড স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে। স্ট্যান্ডার্ড Phone 4a-এর ক্ষেত্রে ওই স্টোরেজ কনফিগারেশনের দাম 475 ডলার (প্রায় 43,000 টাকা) হতে পারে। অন্য দিকে, Phone 4a-এর দাম 540 ডলার (প্রায় 49,000) রাখা হতে পারে। যেহেতু এটা আমেরিকার দাম, সেই তুলনায় ভারতে কম খরচ হবে।
জানিয়ে রাখি, 2025-এর মার্চে ভারতে লঞ্চ হওয়ার সময় Phone 3a-এর দাম 24,999 টাকা (8 জিবি + 128 জিবি) ছিল। আরও প্রিমিয়াম Phone 3a Pro-এর একই স্টোরেজ অপশন এসেছিল 29,999 টাকায়। Nothing Headphone (a) বর্তমানে ডেভেলপমেন্টের পর্যায়ে আছে, যা কোম্পানির দ্বিতীয় ওভার-ইয়ার হেডফোন হতে চলেছে। এটি মূলত জুলাই মাসে লঞ্চ করা Nothing Headphone (1)-এর রিব্র্যান্ডেড সংস্করণ হতে পারে। এতে প্লাস্টিক বডি ব্যবহার হবে।
উল্লেখ্য, Nothing Phone 3a Community Edition ডিসেম্বর 9 ভারতে লঞ্চ হয়েছে। এ দেশে Phone 3a নামে যে স্মার্টফোন বিক্রি হয়, এই কমিনিউনিটি এডিশন হল সেটারই নতুন রূপ। লিমিটেড এডিশন মডেলটির দাম 28,999 টাকা (12 জিবি + 256 জিবি) রাখা হয়েছে। বিশ্বব্যাপী এই ফোনের মাত্র 1,000 ইউনিট উৎপাদন করবে নাথিং।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy A07 5G Spotted on Bluetooth SIG Website; New Support Pages Hint at Upcoming Launch