নয় মাস ধরে কনসেপ্ট স্তর থেকে Nothing Phone 3a Community Edition বাস্তবায়নের কাজ চলেছে।
Nothing Phone 3a Community Edition কাস্টম হার্ডওয়ার ডিজাইন ও কাস্টম UI এলিমেন্টের সঙ্গে এসেছে
Nothing Phone 3a Community Edition ভারতে আত্মপ্রকাশ করল। এ দেশে Nothing Phone 3a নামে যে স্মার্টফোন বিক্রি হয়, এই কমিনিউনিটি এডিশন হল সেটারই নতুন রূপ। শুনলে অবাক হবেন, এই ফোনটির ডিজাইন নাথিং-প্রেমীদের কল্পনার বাস্তবরূপ। তবে শুধু মতামত গ্রহণ নয়, সংস্থার কমিউনিটি এডিশন প্রজেক্ট সৃজনশীল প্রতিভা খুঁজে বার করে তাদেরকে পণ্যের নকশা থেকে শুরু করে প্যাকেজিং এবং হার্ডওয়্যারে অবদান রাখার সুযোগ দেয়। নাথিং এই বছরেও একটি প্রতিযোগিতার আয়োজন করেছিল, যেখানে ডিজাইন, সফটওয়্যার, মার্কেটিং, অ্যাক্সেসরিজের মতো বিভাগে 700-এর বেশি ভাবনা জমা পড়েছিল। তার থেকেই চারজনকে বেছে নিয়ে নয় মাস ধরে কনসেপ্ট স্তর থেকে Nothing Phone 3a Community Edition বাস্তবায়নের কাজ চলেছে। আর আজ স্মার্টফোনটি ভারত-সহ বিশ্বজুড়ে লঞ্চ হয়েছে।
নাথিং ফোন 3এ কমিউনিটি এডিশন তার স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ ফোন 3a-এর 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের উপর ভিত্তি করে নির্মিত। এটি কিনতে ভারতে 28,999 টাকা খরচ হবে। তবে সংস্থাটি বিশ্বব্যাপী এই ফোনের মাত্র 1,000 ইউনিট উৎপাদন করবে। লিমিটেড এডিশন মডেলটি আগামী ডিসেম্বর 13 বেঙ্গালুরুর একটি বিশেষ ড্রপ ইভেন্টে উপলব্ধ হবে। সেখানে গ্রাহক ও কোম্পানির কমিউনিটি মেম্বাররা ডিভাইসটি কেনার সুযোগ পাবে।
Nothing Phone 3a-এর মতোই ফোনটির Community এডিশনের ব্যাক প্যানেলে সিগনেচার গ্লিফ ইন্টারফেস রয়েছে। সামনে 6.77 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন আছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ (1,080 x 2,392 পিক্সেল) রেজোলিউশন, ও 3,000 নিট পিক ব্রাইটনেস অফার করে। হ্যান্ডসেটটি Snapdragon 7s Gen 3 চিপসেট দ্বারা চালিত। ফোনে অ্যান্ড্রয়েড 15 প্রি-ইনস্টল আছে। সংস্থা তিনটি মেজর সিস্টেম আপগ্রেড ও চার বছর সিকিউরিটি আপডেট প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।
ফটোগ্রাফির জন্য, ফোনটির পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 2x অপটিক্যাল, 5x ইন-সেন্সর, 30x ডিজিটাল জুম সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল সেন্সর রয়েছে। সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের।
Nothing Phone 3a Community Edition স্মার্টফোন 5,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে যা 50W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন