Samsung Galaxy Z Flip 6 স্মার্টফোনে 42,250 টাকা পর্যন্ত ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে।
Samsung Galaxy Z Flip 6 launched in India at Rs. 1,09,999
আপনি কি স্টাইলিশ ফোল্ডেবল ফোন খুঁজছেন? তাহলে ক্ল্যামশেল ডিজাইনের ফ্লিপ-ফোল্ড মডেল হতে পারে সেরা অপশন। আবার তার উপর ডিসকাউন্ট থাকলে তো কথাই নেই। Samsung Galaxy Z Flip 6 গত বছর জুলাইতে ভারতে লঞ্চ হয়েছিল। শুনলে চমকে যাবেন, স্মার্টফোনটি এখন 42,249 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। Amazon লঞ্চ প্রাইসের তুলনায় এতটাই কম দামে কেনার সুযোগ দিচ্ছে। ফোনটিতে মেইন ডিসপ্লের পাশাপাশি একটি বড় কভার স্ক্রিন আছে। বাইরের 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেলফি ক্যামেরা হিসেবেও ব্যবহার করা যায়। চলুন ফোনটির অফারটির সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Samsung Galaxy Z Flip 6 গত বছর জুলাইতে ভারতে 1,09,99 টাকা দামে ভারতে লঞ্চ হয়েছিল। এটি 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম ছিল। বর্তমানে এই মডেলটি অ্যামাজনে 67,750 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ, সরাসরি 42,249 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আবার অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ড দিয়ে কিনলে 2,032 টাকা ক্যাশব্যাক পাওয়া যেতে পারে।
ই-কমার্স প্ল্যাটফর্মটির লিস্টিং অনুসারে, অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নো-কস্ট ইএমআই অপশন আছে। এছাড়াও, পুরনো ফোন এক্সচেঞ্জ করলে 48,900 টাকা পর্যন্ত দাম পাওয়া যেতে পারে। তবে এই এক্সচেঞ্জ ভ্যালু ফোনের মডেল, বয়স, এবং বর্তমান কেমন অবস্থায় আছে, তার উপর নির্ভর করছে। হ্যান্ডসেটটি সিলভার শ্যাডো, মিন্ট, ও ব্লু কালারে উপলব্ধ।
স্পেসিফিকেশনের কথা বললে, Samsung Galaxy Z Flip 6-এর প্রাইমারি স্ক্রিনে 6.7 ইঞ্চি ডায়নামিক AMOLED 2X প্যানেল আছে, যা 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে। কভার স্ক্রিনেও 3.4 ইঞ্চি AMOLED প্যানেল (720 x 748 পিক্সেল) ব্যবহার হয়েছে। এটি ফ্ল্যাগশিপ Snapdragn 8 Gen 3 প্রসেসর দ্বারা চালিত। ডিভাইসটি 4,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে যা 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থন করে।
স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ 6 ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম নিয়ে এসেছে — ডুয়াল পিক্সেল অটোফোকাস, f/1.8 অ্যাপারচার, ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং 123 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ একটি 12 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা। ভিতরে 10 মেগাপিক্সেল ক্যামেরা অবস্থান করছে।
ডিভাইসটি সাতটি মেজর Android অপারেটিং সিস্টেম আপগ্রেড (Android 21 পর্যন্ত) ও সাত বছর সিকিউরিটি আপডেট পাবে। ফোনটিতে IP48-স্তরের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, NFC, Galaxy AI ফিচার, ও গুগলের সার্কেল-টু-সার্চ প্রযুক্তি আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Sasivadane Now Streaming on Amazon Prime Video: Everything You Need to Know
Kuttram Purindhavan Now Streaming Online: What You Need to Know?
Lyne Lancer 19 Pro With 2.01-Inch Display, SpO2 Monitoring Launched in India