দুর্দান্ত খবর: Honor ভারতে নতুন ফোন – Honor X60i লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে।

বিজ্ঞাপন
আপডেট: 13 অগাস্ট 2024 12:00 IST
হাইলাইট
  • Honor X60i-এ একটি 6.7-ইঞ্চি ফুল-HD+ AMOLED স্ক্রিন রয়েছে।
  • হ্যান্ডসেটটি Android 14-ভিত্তিক MagicOS 8.0 দ্বারা চালিত।
  • Honor X60iতে একটি 50-মেগাপিক্সেল প্রধান ক্যামেরা আছে।

Photo Credit: Honor

খুব শীঘ্র ভারতে আসতে চলেছে Honor কোম্পানীর নতুন স্মার্টফোন Honor X 60i। বর্তমানে চীনে ফোনটিকে উন্মোচন করা হয়েছে। 2023 সালে প্রথম Honor X 50i চীনে লঞ্চ করা হয়। তাই এবার কোম্পানী  এই সিরিজের নতুন আরও একটি ফোন লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি তে Media Tek ডাইমেন্সিটি  6080 প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটিকে ধুলো এবং স্প্ল্যাশ থেকে প্রতিরোধ করার জন্য IP 64 রেটিং সংযুক্ত করা হয়েছে। ডুয়াল ক্যামেরা দিয়ে সজ্জিত এই ফোনটি বর্তমানে চীনে প্রি অর্ডারের জন্য উপলব্ধ। তবে ভারতে কবে লঞ্চ করা হবে সেই প্রসঙ্গে এখনো কিছু জানা যায়নি।


Honor X 60i এর দাম এবং উপলব্ধতা:


বর্তমানে চীনে এই ফোনটি দুইরকম বিকল্পের সাথে পাওয়া যাবে যথাক্রমে সেগুলি হলো – 8GB RAM+256GB স্টোরেজ, যার দাম ভারতীয় মূল্য 16,100 টাকা(CNY 1,399), 12GB RAM+ 256GB স্টোরেজ বিকল্পের দাম প্রায় 18,400 টাকা(CNY1,599) এবং 12GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 20,700 টাকা( CNY 1,799)। চীনা  ভাষা থেকে অনুবাদ করে যেটুকু জানা যাচ্ছে তাতে হ্যান্ডসেটটি 4 টি রঙের সাথে বাজারে উপলব্ধ আছে - ম্যাজিক নাইট ব্ল্যাক এবং মুন শ্যাডো হোয়াইট হ্যান্ডসেটটি ক্লাউড ব্লু, কোরাল পার্পল। বর্তমানে চীনে এটি প্রী বুক করা যাচ্ছে এবং চীনে আগামী 2 আগস্ট থেকে যে কোনো Honor স্টোর থেকে এটি পাওয়া যাবে।


Honor X 60i ফোনটির ফিচার এবং বৈশিষ্ট্য: 


Honor X 60i ফোনটির মধ্যে নানারকম আধুনিক বৈশিষ্ট্য দিয়ে সজ্জিত করা হয়েছে। ফোনটি Android 14-ভিত্তিক MagicOS 8.0-অপারেটিং সিস্টেম দ্বারা যুক্ত। স্মার্টফোনটি একটি 6.7-ইঞ্চি ফুল HD+ AMOLED স্ক্রিন দিয়ে সজ্জিত, এটিতে 1,080 x 2,412 পিক্সেল রেজোলিউশন অবস্থিত এবং এটি 90Hz পর্যন্ত রিফ্রেশ রেট বহন করে। হ্যান্ডসেটটি Media Tek ডাইমেনসিটি 6080 চিপসেট প্রসেসর দ্বারা চালিত এবং Mali-G57 MC2 GPU এর সাথে যুক্ত। Honor X 60i ফোনটিতে 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত অনবোর্ড স্টোরেজ যুক্ত করা হয়েছে।
Honor X60i ফোনটি ডুয়াল ক্যামেরা দিয়ে সজ্জিত। যেটিতে একটি 50-মেগাপিক্সেল প্রধান এবং একটি 2-মেগাপিক্সেল সহ ক্যামেরা রয়েছে। ফোনের সামনের দিকে একটি 8-মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও আছে। এছাড়াও এটিতে  LED ফ্ল্যাশ লাইট যুক্ত করা হয়েছে।
এই অ্যান্ড্রয়েড ফোনটি বায়োমেট্রিক প্রমাণীকরণের জন্য ইন-ডিসপ্লে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দ্বারা সমৃদ্ধ। এই স্মার্টফোনটি 35W এর চার্জিং সহ 5000 mAh এর একটি ব্যাটারী দ্বারা চালিত। Honor X60i স্মার্টফোনটিতে 5G এবং 4G উভয় সিমই  সাপোর্ট করে। এছাড়াও স্মার্টফোনটি এই নিম্নলিখিত কানেকশান গুলিকে সমর্থন করে- Wi-Fi, OTG, GPS, A-GPS, Galileo, Bluetooth 5.1 এবং USB Type-C চার্জিং সিস্টেম। অন্যদিকে ফোনটিকে ধুলো এবং জল থেকে রক্ষার জন্য এটিতে IP64 রেটিং যুক্ত করা হয়েছে। হ্যান্ডসেটটির পরিমাপ 161.05 x 74.55 x 7.18 মিমি এবং ওজন 172 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. কাউন্টডাউন শুরু হয়ে গেল, 9 সেপ্টেম্বর iPhone 17 সিরিজ লঞ্চ করছে Apple
  2. 200 মেগাপিক্সেলের দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে বাজার কাঁপাতে আসছে Honor 500 সিরিজ
  3. ফোন থেকে বেরোবো ঠান্ডা হাওয়া, Realme আনছে 15,000mAh ব্যাটারির AC স্মার্টফোন
  4. 8,000mAh ব্যাটারির সঙ্গে Samsung Galaxy Tab S10 Lite হাজির , 2000 জিবি স্টোরেজ সাপোর্ট আছে
  5. Vivo T4 Pro ভারতে 6,500mAh ব্যাটারি ও দুর্ধর্ষ ক্যামেরা সহ লঞ্চ হল, SBI কার্ডে 3,000 টাকা ছাড়
  6. Samsung Galaxy A07 4G খুব সস্তায় লঞ্চ হল, 6 বছর ধরে Android আপডেট পাবেন
  7. 108MP ক্যামেরা, 6,500mAh ব্যাটারি, ও 16GB র‍্যামের সঙ্গে লঞ্চ হচ্ছে Honor X7d
  8. Vivo Y500: ভিভোর বড় চমক, 1 সেপ্টেম্বর 8,200mAh ব্যাটারির সুপার পাওয়ার ফোন আসছে বাজারে
  9. Samsung নতুন 5G স্মার্টফোন লঞ্চ করল, রয়েছে AMOLED ডিসপ্লে, 50MP ক্যামেরা
  10. 15,000 টাকার কমে 7,000mAh ব্যাটারির Realme P4 5G এর সেল শুরু, এত ফিচার্স অন্য ফোনে নেই
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.