Photo Credit: Weibo/ Honor
আগামী 31 অক্টোবর চিনে লঞ্চ হবে Honor Magic 2। Magic 2 ফোনের ভিতরে থাকবে Honor এর ফ্ল্যাগশিপ HiSilicon Kirin 980 চিপসেট। এর সাথেই থাকবে একটি বেজেল লেস ডিসপ্লে আর ম্যানুয়াল স্লাইডার ক্যামেরা ডিজাইন। লঞ্চের ঠিক আগে আবার Honor Magic 2 এর নতুন ছবি ইন্টারনেটে ফাঁস হয়ে গেল।
সোমবার Honor Magic 2 ফোন ও রিটেল বাক্সের ছবি ইন্টারনেটে দেখা গিয়েছে। এই ছবিত দেখা গিয়েছে Honor Magic 2 ফোনের পিছনে থাকবে তিনটি ক্যামেরা। এর সাথেই থাকবে একটি LED ফ্ল্যাশ। পরের ছবিতে ফোনের সামনের দিক দেখা গিয়েছে। এই ছবিতে ফোনের ডিসপ্লের উপরে কোন নচ দেখা যায়নি। এছাড়াও পৃথক এক ছবিতে Honor Magic 2 ফোনের গ্রেডিয়েন্ট কালার ভেরিয়ন্ট দেখা গিয়েছে।
Honor Magic 2 এর প্রধান আকর্ষণ ফুল ফিউ ডিসপ্লে। এর ফোনের ডিসপ্লের চারপাশে কোন বেজেল থাকবে না। ডিসপ্লের উপরে থাকবে না কোন নচ। এই বছরে লঞ্চ হওয়া Oppo Find X ফোনে একই ধরনের ডিজাইন দেখা গিয়েছিল। কয়েকদিন আগেই Mi Mix 3 সম্পর্কিত এক খবরেও একই ধরনের ডিজাইন দেখা গিয়েছিল।
Honor Magic 2 ফোনের ভিতরে থাকবে Kirin 980 প্রসেসার। সম্প্রতি এই প্রসেসার সহ Mate 20 সিরিজের তিনটি ফোন ললঞ্চ করেছে Huawei। এটি প্রথম মোবাইল কম্পিউটিং এ 7nm চিপসেট। এর সাথেই নতুন এই প্রসেসারে আগের থেকে অনেক কম ব্যাটারি খরচ হবে। ফলে ফোনের ব্যাটারি ব্যাক আপ অনেকটাই বেড়ে যাবে। এর সাথেই থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় 16MP+24MP+16MP সেন্সার থাকবে। এর সাথেই থাকবে 8GB RAM, 128GB স্টোরেজ আর 3,400 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন