Honor Play 4T তে রয়েছে হোল-পাঞ্চ ডিসপ্লে ও ডুয়াল ক্যামেরা, অন্যদিকে Honor Play 4T Pro তে রয়েছে ওয়াটার ড্রপ স্টাইল নচ ও ট্রিপল ক্যামেরা।
Honor Play 4T Pro-র পিছনে তিনটি ক্যামেরা রয়েছে
দুটি নতুন স্মার্টফোন নিয়ে এল Huawei-এর সাব ব্র্যান্ড Honor। শুক্রবার বাজারে এসেছে Honor Play 4T ও Honor Play 4T Pro। Honor Play 4T তে রয়েছে হোল-পাঞ্চ ডিসপ্লে ও ডুয়াল ক্যামেরা, অন্যদিকে Honor Play 4T Pro তে রয়েছে ওয়াটার ড্রপ স্টাইল নচ ও ট্রিপল ক্যামেরা। দুটি ফোনের ক্যামেরাতেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট থাকছে। ফোনের পিছনে থাকছে কার্ভড ডিজাইন ও গ্রেডিয়েন্ট ফিনিশ। আপাতত চিনে লঞ্চ হয়েছে এই দুই স্মার্টফোন।
Honor Play 4T Pro-র দাম 1,499 ইউয়ান (প্রায় 16,200 টাকা)। অন্যদিকে Honor Play 4T কিনতে 1,199 ইউয়ান (প্রায় 12,900 টাকা) খরচ হবে।
ডুয়াল সিম Honor Play 4T Pro তে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Kirin 810 চিপসেট 8GB RAM ও 128GB স্টোরেজ।
এই ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G LTE, Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, 3.5মিমি হেডফোন জ্যাক ও USB Type-C পোর্ট। ফোনের ভিতরে রয়েছে 4,000 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 22.5W ফাস্ট চার্জিং। Honor Play 4T Pro-র ওজন 165 গ্রাম।
ডুয়াল সিম Honor Play 4T তে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে 6.39 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Kirin 710A চিপসেট। সঙ্গে রয়েছে 6GB RAM ও 128GB স্টোরেজ।
![]()
Honor Play 4T -তে Android 10 অপারেটিং সিস্টেম চলবে
ছবি তোলার জন্য এই ফোনের পিছনে দুটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।
Honor Play 4T-তে রয়েছে 4,000 mAh ব্যাটারি ও 10W চার্জিং। এই ফোনের ওজন 176 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Single Papa OTT Release Date: When and Where to Watch Kunal Khemu’s Upcoming Comedy Drama Series?
Diesel Set for OTT Release Date: When and Where to Harish Kalyan's Action Thriller Online?