দুটি নতুন স্মার্টফোন নিয়ে এল Huawei-এর সাব ব্র্যান্ড Honor। শুক্রবার বাজারে এসেছে Honor Play 4T ও Honor Play 4T Pro। Honor Play 4T তে রয়েছে হোল-পাঞ্চ ডিসপ্লে ও ডুয়াল ক্যামেরা, অন্যদিকে Honor Play 4T Pro তে রয়েছে ওয়াটার ড্রপ স্টাইল নচ ও ট্রিপল ক্যামেরা। দুটি ফোনের ক্যামেরাতেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট থাকছে। ফোনের পিছনে থাকছে কার্ভড ডিজাইন ও গ্রেডিয়েন্ট ফিনিশ। আপাতত চিনে লঞ্চ হয়েছে এই দুই স্মার্টফোন।
Honor Play 4T Pro-র দাম 1,499 ইউয়ান (প্রায় 16,200 টাকা)। অন্যদিকে Honor Play 4T কিনতে 1,199 ইউয়ান (প্রায় 12,900 টাকা) খরচ হবে।
ডুয়াল সিম Honor Play 4T Pro তে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Kirin 810 চিপসেট 8GB RAM ও 128GB স্টোরেজ।
এই ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G LTE, Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, 3.5মিমি হেডফোন জ্যাক ও USB Type-C পোর্ট। ফোনের ভিতরে রয়েছে 4,000 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 22.5W ফাস্ট চার্জিং। Honor Play 4T Pro-র ওজন 165 গ্রাম।
ডুয়াল সিম Honor Play 4T তে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে 6.39 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Kirin 710A চিপসেট। সঙ্গে রয়েছে 6GB RAM ও 128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য এই ফোনের পিছনে দুটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।
Honor Play 4T-তে রয়েছে 4,000 mAh ব্যাটারি ও 10W চার্জিং। এই ফোনের ওজন 176 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন