এই সেলে সস্তা হয়েছে Honor Play, Honor 8C আর Honor 7C এর মতো জনপ্রিয় স্মার্টফোন গুলি। এছাড়াও সম্প্রতি লঞ্চ হওয়া Honor 8X ফোনে থাকছে এক্সচেঞ্জ অফার। এক্সচেঞ্জ অফার ও ফোনের দাম কমার সাথে এই সেলে নো কস্ট ইএমআই এর সুবিধা পাওয়া যাবে।
সস্তা হয়েছে Honor Play, Honor 8C আর Honor 7C এর মতো জনপ্রিয় স্মার্টফোন গুলি
Amazon.in এ শুরু হয়েছে Honor Days sale। এই সেলে সস্তা হয়েছে Honor Play, Honor 8C আর Honor 7C এর মতো জনপ্রিয় স্মার্টফোন গুলি। এছাড়াও সম্প্রতি লঞ্চ হওয়া Honor 8X ফোনে থাকছে এক্সচেঞ্জ অফার। এক্সচেঞ্জ অফার ও ফোনের দাম কমার সাথে এই সেলে নো কস্ট ইএমআই এর সুবিধা পাওয়া যাবে। 18 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই অফার।
আরও পড়ুন: ফেব্রুয়ারিতেই ভারতে আসছে Redmi Note 7
Honor Days sale এ Honor Play 4GB RAM/ 64GB কিনতে খরচ হবে 16,999 টাকা। লঞ্চের সময় এই ফোনের দাম ছিল 19,999 টাকা।
আরও পড়ুন: শিঘ্রই ভারতে আসছে Samsung Galaxy M30, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন
এছাড়াও 1,000 টাকা সস্তা হয়েছে Honor 8C। এই ফোনের 4GB RAM/ 32GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 10,999 টাকা। দাম কমে Honor 7C 3GB RAM/ 32GB ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 8,499 টাকা।
আরও পড়ুন: আসছে Oppo F11 Pro, থাকছে 48 মেগাপিক্সেল ক্যামেরা আর সুপার নাইট মোড
আরও পড়ুন: নিয়মিত WhatsApp -এ স্ট্যাটাস পোস্ট করেন? অবশ্যই পড়ুন এই খবর
এই সেলে Honor 8X ফোনের দাম না কমলেও এই ফোন কেনার সময় এক্সচেঞ্জে অতিরিক্ত 1000 টাকা ছাড় পাওয়া যাবে। Honor 8X ফোনের 6GB RAM/ 64GB স্টোরেজ ভেরিয়েন্ট এক্সচেঞ্জে কিনলেই থাকছে অতিরিক্ত 2000 টাকা ছাড়।
আরও পড়ুন: এক চার্জে 50 দিন ব্যাক আপ, ডুয়াল পপ-আপ সেলফি ক্যামেরা সহ আসছে এই স্মার্টফোন
18 ফেব্রুয়ারি পর্যন্ত শুধুমাত্র Amazon.in এ চলবে এই সেল। একাধিক ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে নো কস্ট ইএমআই এর মাধ্যমে Honor স্মার্টফোন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Vivo S50 Series Tipped to Feature a Periscope Telephoto Lens, 50-Megapixel Selfie Camera
Samsung Galaxy Z TriFold Launch Timeline Leaked Again; Said to Be Available in a Few Asian Countries