8000mAh-ব্যাটারি দ্বারা চালিত হয়ে এসে গিয়েছে Honor Power

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 17 এপ্রিল 2025 20:01 IST
হাইলাইট
  • Honor Power-ফোনটি Android 15-এর উপর ভিত্তি করে MagicOS 9.0-এ চলে
  • এতে একটি 16-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
  • Honer Power-এ দ্বি-মুখী বেইডু স্যাটেলাইট টেক্সট মেসেজিং ফিচার রয়েছে

Honor Power-এ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।

Photo Credit: Honor

মঙ্গলবার চীনে Honor Power-স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। এই নতুন Honor-স্মার্টফোনটিতে একটি 8000mAh-ব্যাটারি আছে যেটি 66W-তারযুক্ত চার্জিং সমর্থন করে।Honor Power স্মার্টফোনটি স্ন্যাপড্রাগন 7 Gen 3 চিপসেট দিয়ে তৈরি এবং এতে 12-জিবি পর্যন্ত RAM এবং 512-জিবি পর্যন্ত স্টোরেজ আছে।এটিতে একটি 50-মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে।স্মার্টফোনটিতে তাদের নিজস্ব C1+ কমিউনিকেশন চিপ আছে, যা দুর্বল নেটওয়ার্ক পরিবেশে স্থিতিশীল যোগাযোগ পরিষেবা প্রদান করে। ফোনটির উপরের দিকের স্টোরেজ বিকল্পটি বেইডু'র দ্বি-মুখী স্যাটেলাইট টেক্সট মেসেজিং সমর্থন করে।Honor Power-এর দাম,Honor Power-এর বেস-মডেলটির (8-জিবি RAM + 256 জিবি স্টোরেজের) দাম CNY1999 (প্রায় 23000 টাকা)। অন্যদিকে 12-জিবি+256-জিবি এবং 12-জিবি+512-জিবি RAM ও স্টোরেজ বিকল্পটির দাম যথাক্রমে CNY2199 (প্রায় 25000 টাকা) এবং CNY2499 (প্রায় 30000 টাকা)। এটি ডেজার্ট-গোল্ড, ফ্যান্টম-নাইট-ব্ল্যাক এবং স্নো-হোয়াইট রঙের বিকল্পে পাওয়া যায় এবং বর্তমানে এটি চীনে কিনতে পাওয়া যাচ্ছে।

Honor Power-এর স্পেসিফিকেশন:

এই ডুয়াল-সিম (ন্যানো) সহ Honor Power-স্মার্টফোনটি Android 15 ভিত্তিক Magic OS 9.0-এ চলে। এতে 6.78-ইঞ্চির 1.5k (1224x2700 পিক্সেল) AMOLED ডিসপ্লে রয়েছে, যেটির রিফ্রেশ-রেট 120Hz এবং HDR সমর্থন রয়েছে। এই ওয়েসিস আই প্রোটেকশন গেমিং স্ক্রিনটি 3840 Hz পিডব্লিউএম ডিমিং এবং সর্বোচ্চ 4000-নিট উজ্জ্বলতা প্রদান করে বলে দাবি করে। ফোনটি সর্বোচ্চ 12-জিবি RAM এবং সর্বোচ্চ 512-জিবি স্টোরেজ সহ অক্টা-কোর স্ন্যাপড্রাগন 7 Gen 3 SoC-এর সাথেই অ্যাড্রিনো 720 GPU-দ্বারা চালিত হয়।

ক্যামেরার দিক থেকে, Honor Power-স্মার্টফোনটিতে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে,যার মধ্যে রয়েছে একটি 50-মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা, যেটির অ্যাপারচার f/1.95 এবং OIS সমর্থন করে, এবং একটি 5-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সরও আছে। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনের দিকে f/2.45 অ্যাপারচার সহ একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা আছে।

কানেক্টিভিটি বিকল্পগুলির মধ্যে Honor Power-স্মার্টফোনে ব্লুটুথ 5.3, GPS, Galileo, GLONASS, Beidou,NFC, OTG WiFi 802.11 a/b/g/n/ac/ax/be, এবং একটি USB Type-C-পোর্ট আছে। ফোনটিতে থাকা সেন্সরগুলির মধ্যে অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট-লাইট সেন্সর, ই-কম্পাস, আইআর সেন্সর, গ্র্যাভিটি-সেন্সর, জাইরোস্কোপ, এবং প্রক্সিমিটি-সেন্সরও আছে।এটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।ফোনটিতে Honor-এর তাইচি শক-শোষণকারী স্ট্রাকচার 2.0 রয়েছে, যা এটিকে পড়ে যাওয়া থেকে সুরক্ষিত রাখে বলে দাবি করা হচ্ছে।

Honor Power-স্মার্টফোনটি 360-ডিগ্রি ওয়াটারপ্রুফ ভাবে তৈরি করা হয়েছে বলে প্রচার করা হচ্ছে। কোম্পানীর মতে, এই হ্যান্ডসেটটি জলে ডোবানো, ভিজানো এবং ধোয়া যায়। এতে AI রেইন টাচ ফিচার আছে, যা বৃষ্টির মধ্যেও টাচ ইনপুটে সম্পূর্ণ নির্ভুলতার সাথে সাড়া দেয়। ফোনটি Honor-এর নিজস্ব উন্নত C1+ কমিউনিকেশন চিপ দিয়ে তৈরি, যা গ্যারেজ, লিফট এবং ঘরের ভিতরের মতো দুর্বল নেটওয়ার্ক পরিবেশে স্থিতিশীল যোগাযোগ প্রদান করবে। ফোনের শীর্ষ-স্তরের বিকল্প, যেটিতে 12জিবি র‌্যাম এবং 512জিবি স্টোরেজ রয়েছে,সেটি বেইডু'র স্যাটেলাইট এসএমএস সিস্টেমকে সমর্থন করে।

Honor Power-এ একটি 8000mAh-ব্যাটারি দেওয়া হয়েছে, যা 66W-দ্রুত চার্জিং সমর্থন করে। দাবি করা হচ্ছে যে ব্যাটারিটি ছয় বছর পর্যন্ত চলবে এবং এটি একবার চার্জে 25ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখা যেতে পারে। মাত্র 2% ব্যাটারি থাকলে 16.5-ঘণ্টা পর্যন্ত স্ট্যান্ডবাই সময় দিতে পারে বলে জানানো হয়েছে। ফোনটির পরিমাপ 163x76.7x7.98-মিমি এবং ওজন প্রায় 209 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. আধুনিক ফিচার্স ও ডিজাইনে সজ্জিত হয়ে আসছে Samsung-এর নতুন ফোন, লঞ্চের আগেই দাম ফাঁস
  2. এখন ঘরে বসে খুব সহজে Aadhaar কার্ডের ঠিকানা আপডেট করতে পারবেন, শিখে নিন
  3. Spotify একসঙ্গে সমস্ত প্ল্যানের দাম বাড়াল, এখন গান শুনতে কত খরচ হবে জেনে নিন
  4. প্রায় 4 লক্ষ সিম কার্ড ব্লক করল কেন্দ্রীয় সরকার, কেন এমন পদক্ষেপ জেনে নিন
  5. সেল শুরু, 2,000 টাকা ছাড়ে মিলছে সবচেয়ে পাতলা কোয়াড কার্ভড স্মার্টফোন Vivo T4R 5G
  6. দেশের প্রথম কুলিং ফ্যান যুক্ত ফোন Oppo K13 Turbo লঞ্চ হচ্ছে 11 আগস্ট, থাকবে 7,000mAh ব্যাটারি
  7. লঞ্চের আগেই ফাঁস Samsung Galaxy S25 ফোনের দাম, কবে বাজারে আসবে জেনে নিন
  8. Amazon Great Freedom Festival Sale 2025: অ্যামাজন ফ্রিডম সেলে মাত্র 7,999 টাকায় দুর্দান্ত 5G ফোন কিনুন
  9. সবথেকে সস্তায় 7,000mAh ব্যাটারির ফোন! বাজার কাঁপাতে লঞ্চ হচ্ছে Poco M7 Plus
  10. Vivo Y04s পুরো জলের দরে বাজারে এল, 6,000mAh ব্যাটারি, 64GB স্টোরেজ রয়েছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.