Flipkart Women's Day Sale এ সস্তা হবে Honor 9N, Nokia 6.1 Plus, Samsung Galaxy Note 8, and Vivo V9 Pro, Poco F1, Samsung Galaxy S8 আর Motorola One Power এর মতো জনপ্রিয় স্মার্টফোনগুলি।
মাত্র 30,990 টাকায় পাওয়া যাচ্ছে Samsung Galaxy S8
7 ও 8 মার্চ স্মার্টফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে সেল নিয়ে এসেছে Flipkart। Flipkart Women's Day Sale এ সস্তা হবে Honor 9N, Nokia 6.1 Plus, Samsung Galaxy Note 8, and Vivo V9 Pro, Poco F1, Samsung Galaxy S8 আর Motorola One Power এর মতো জনপ্রিয় স্মার্টফোনগুলি। ইলেকট্রনিক ডিভাইসে 80 শতাংশ পর্যন্ত ছাড় দেবে ইকমার্স ওয়াবসাইটটি। স্মার্টফোন ছাড়াও এই সেলে সস্তা হচ্ছে ল্যাপটপ, ক্যামেরা, হেডফোন, স্পিকার ও পাওয়ার ব্যাঙ্কের মতো ইলেকট্রনিক ডিভাইস।
11,999 টাকার পরিবর্তে মাত্র 9,999 তাকায় কেনা যাবে Honor 9N। Nokia 6.1 Plus পাওয়া যাবে 13,999 টাকায়। 13,499 তাকায় কেনা যাবে Vivo V9 Pro।
মাত্র 30,990 টাকায় পাওয়া যাচ্ছে Samsung Galaxy S8। Realme 2 4GB RAM ভেরিয়েন্ট পাওয়া যাবে মাত্র 9,499 টাকায়। এছাড়াও সস্তা হয়েছে Asus ZenFone Lite L1, Motorola One Power এর মতো স্মার্টফোনগুলি।
মিডরেঞ্জ ফোনের সাথেই Flipkart সেলে সস্তা হয়েছে ফ্ল্যাগশিপ ফোনগুলি। মাত্র 59,999 টাকায় পাওয়া যাবে Pixel 3। লঞ্চের সময় এই ফোনের দাম ছিল 71,000 টাকা। এছাড়াও Poco F1, Samsung Galaxy Note 8 ও একাধিক iPhone এ দারুন ছাড় পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Rockstar Games Said to Have Granted a Terminally Ill Fan's Wish to Play GTA 6
Oppo K15 Turbo Series Tipped to Feature Built-in Cooling Fans; Oppo K15 Pro Model Said to Get MediaTek Chipset