HTC Widfire E4 Plus ব্ল্যাক ও লাইট ব্লু রঙের বিকল্পে কেনা যাবে
Photo Credit: HTC
HTC Widfire E4 Plus বাজারে পা রাখল। ফোনটির দাম ভারতীয় মুদ্রায় 10,000 টাকারও কম। দুনিয়ার সর্বপ্রথম Android স্মার্টফোন আনার কৃতিত্ব ছিল তাইওয়ানের এই সংস্থাটির। কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে না চলার ব্যর্থতার জন্য বর্তমান যুগে মোবাইল ফোনের বাজারে তাদের উপস্থিতি নেই বললেই চলে। তাই স্বল্প দামের নতুন ফোনটি প্রতিষ্ঠানটির কামব্যাকের একটি প্রচেষ্টা। HTC Widfire E4 Plus এর ফিচার্সের মধ্যে রয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেট যুক্ত বড় ডিসপ্লে, 5,000 এমএএইচ ব্যাটারি, 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা, একজোড়া LED ফ্ল্যাশ, অক্টা-কোর প্রসেসর, ইত্যাদি।
নতুন প্রকাশিত HTC Wildfire E4 Plus ফোনটিতে 6.74 ইঞ্চির ফ্ল্যাট টাচস্ক্রিন রয়েছে যার রেজোলিউশন HD+ এবং রিফ্রেশ রেট 90Hz। ডিসপ্লের সমস্ত প্রান্তে সামান্য পুরু বেজেল রয়েছে, বিশেষ করে নীচে। হ্যান্ডসেটটি একটি অক্টা কোর Unisoc T606 চিপসেট দ্বারা চালিত, যার সাথে 4 জিবি র্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত। ভলিউম আপ-ডাউন কী এবং পাওয়ার বোতামটি ডিভাইসটির ডানদিকে স্থাপন করা হয়েছে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে চলে।
এইচটিসি ওয়াইল্ডফায়ার ই4 প্লাস এর পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। এটি একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও একটি 0.3 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা নিয়ে গঠিত। সামনের দিকে, ৮ মেগাপিক্সেলের সিঙ্গেল সেলফি ক্যামেরা রয়েছে, যা একটি ওয়াটার ড্রপ-স্টাইল নচের ভিতরে অবস্থিত। পিছনের ক্যামেরা মডিউলটিতে ডুয়াল LED ফ্ল্যাশও রয়েছে। এতে একটি 4,850mAh ব্যাটারিও প্যাক করা আছে, যাকে 5,000mAh ব্যাটারি হিসাবে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। এটি 10W ওয়্যার্ড (তারযুক্ত) ফাস্ট চার্জিং সমর্থন করে।
HTC Wildfire E4 Plus থাইল্যান্ডে 3,599 বাত মূল্যে (প্রায় 9,747 টাকা) লঞ্চ হয়েছে। এটি ব্ল্যাক ও লাইট ব্লু রঙের বিকল্পে কেনা যাবে। তবে ভারতের বাজারে কবে আসতে পারে কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। প্রসঙ্গত, গুগল প্লে কনসোল ওয়েবসাইটে হাজির হওয়ার কয়েক মাস পরেই HTC Wildfire E4 Plus লঞ্চ হয়েছে। কোম্পানির Wildfire সিরিজের লেটেস্ট মডেল হল Wildfire E Star, যা 2023 সালের আগস্টে মাসে রিলিজ হয়েছিল।
HTC Wildfire E Star স্মার্টফোনের স্পেসিফিকেশনের কথা বললে, এতে HD+ রেজোলিউশন যুক্ত 6.52 ইঞ্চি IPS LCD ডিসপ্লে, কোয়াড কোর Unisoc SC9832E প্রসেসর, 2 জিবি র্যাম + 16 জিবি অনবোর্ড স্টোরেজ, অটোফোকাস সহ 8 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + 0.8 মেগাপিক্সেল লেন্স, 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Android 12 Go Edition সফটওয়্যার, ও 3,000mAh ব্যাটারি আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.