HTC Wildfire X ফোনে Android Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে একটি অক্টাকোর প্রসেসর 4GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
Desire 19+ ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই প্রথম কোন HTC স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকছে। তাইওয়ানের বাইরে কবে এই স্মার্টফোন পাওয়া যাবে জানা যায়নি।