প্রায় ছয় মাস পরে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করল HTC। মিডরেঞ্জ সেগমেন্টে HTC U19e আর Desire 19+ লঞ্চ করেছে তাইওয়ানের কোম্পানিটি। আপাতত শুধুমাত্র তাইওয়ানে পাওয়া যাবে এই দুই স্মার্টফোন। Desire 19+ ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই প্রথম কোন HTC স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকছে। তাইওয়ানের বাইরে কবে এই স্মার্টফোন পাওয়া যাবে জানা যায়নি।
HTC U19e এর দাম ভারতীয় মুদ্রায় প্রায় 33,000 টাকা। দুটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। অন্যদিকে Desire 19+ এর দাম ভারতীয় মুদ্রায় প্রায় 22,100 টাকা। জুলাই মাসে তাইওয়ানে এই দুই ফোন বিক্রি শুরু হবে।
ডুয়াল সিম HTC U19e ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। ডিসপ্লের উপরে ও নীচে থাকছে চওড়া বেজেল। এই ফোনে থাকছে একটি 6 ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকছে HDR 10 সাপোর্ট। ফোনের ভিতরে থাকছে Snapdragon 710 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ। HTC U19e ফোনে থাকছে একটি 3,930 mAh ব্যাটারি। সাথে থাকছে Quick Charge 4.0 সাপোর্ট।
HTC U19e তে থাকছে ডুয়াল ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় থাকছে 12 মেগাপিক্সেল সেন্সার। সাথে থাকছে একটি 20 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি 24 মেগাপিক্সেল ক্যামেরা।
ডুয়াল্ সিম HTC Desire 19+ ফোনেও Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio P35 চিপসেট, 6GB RAM আর 64GB স্টোরেজ। Desire 19+ ফোনে থাকছে একটি 3,850 mAh ব্যাটারি।
HTC Desire 19+ ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন