চলতি বছর নভেম্বর মাসে বিক্রি শুরু হয়েছিল Huawei Mate X। ইতিমধ্যেই এই ফোনের পরবর্তী ভার্সান তৈরির কাজ শুরু করেছে Huawei।
2019 সালের নভেম্বর মাসে Huawei Mate X বিক্রি শুরু হয়েছিল
চলতি বছর নভেম্বর মাসে বিক্রি শুরু হয়েছিল Huawei Mate X। ইতিমধ্যেই এই ফোনের পরবর্তী ভার্সান তৈরির কাজ শুরু করেছে Huawei। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানা গিয়েছে 2020 সালের দ্বিতীয়ার্ধে বাজারে আসবে Huawei Mate X।
Digitimes ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে 2020 সালের দ্বিতীয়ার্ধে লঞ্চ হবে Huawei এর দ্বিতীয় ফোল্ডেবল ডিসপ্লের স্মার্টফোন। এই ফোনের হার্ডওয়্যার শক্তপোক্ত করতে সময় নিচ্ছে কোম্পানিটি। Huawei Mate X এর পরবর্তী ফোনে থাকতে পারে Kirin 990 চিপসেট।
2019 সালে একাধিক ফোল্ডেবল ডিসপ্লের স্মার্টফোন লঞ্চ হয়েছে। চলতি বছরেই বাজারে এসেছে Samsung Galaxy Fold আর 2019 Motorola Razr। একই সময়ে বিক্রি শুরু হয়েছে Huawei Mate X। এই সব ফোনেই ফোল্ডেবল ডিসপ্লে ব্যবহার হয়েছে। ইতিমধ্যেই প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে ফোল্ডেবল ডিসপ্লের স্মার্টফোন তৈরি করছে Xiaomi।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
NASA Says the Year 2025 Almost Became Earth's Hottest Recorded Year Ever
Civilization VII Coming to iPhone, iPad as Part of Apple Arcade in February